ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডর অভিনন্দন বর্তমানকে কুর্নিশ জানালেন ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সচিন তেন্ডুলকর। মঙ্গলবার গোটা দেশে পালিত হল ৮৭তম বায়ুসেনা দিবস। গোটা দেশেই হল নানান অনুষ্ঠান তবে মূল অনুষ্ঠানটি হল উত্তর প্রদেশের গাজিয়াবাদে। সেখানে মূল প্যারেডের সূচনা করেন অভিনন্দন। মিগ ২১ বাইসন বিমান উড়িয়ে এয়ার প্যারেডের নেতৃত্ব দেন অভিনন্দন। সেই ভিডিও পোস্ট করেই ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডরকে কুর্নিশ জানান মাস্টর ব্লাস্টার।
আরও পড়ুন - থাই প্রতিপক্ষকে সহজে উড়িয়ে বক্সিং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেরি কম
ভিডিও বার্তায় সচিন লেখেন, ‘উইং কমান্ডর অভিনন্দন বর্তমান মিগ ২১ বাইসন বিমান নিয়ে এয়ার প্যারেডকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর স্পিরিট ও সাহস আমাদের অনুপ্রেরণ জোগায়। অভিনন্দন কে প্যারেডের সূচনা করতে দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে।’ ৮৭ তম বায়ুসেনা দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত ও বায়ুসেনার প্রধান রাকেশ কুমার ভাদৌরিয়া। তাঁদের সঙ্গেও নিজের ছবি টুইট করেন সচিন।
আরও পড়ুন - ১০ তারিখ থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট, ফোকাসে পুণের ২২ গজ
৮৩ তম বায়ুসেনা দিবসে সচিন তেন্ডুলকরকে ভারতীয় বায়ুসেনার সাম্মানিক গ্রুপ ক্যাপ্টনের পদ দেওয়া হয়। ৮৭ তম বায়ুসেনা দিবসে গাজিয়াবাদের হিন্দান এয়ার বেসে বসে সচিন গোটা এয়ার প্যারেড দেখেন। কথা বলেন বায়ুসেনার সদস্যদের সঙ্গে।
আরও পড়ুন - ক্রিকেট থেকে ছুটি, মুম্বইতে ফুটবল মাঠে ধোনি, সঙ্গে লিয়েন্ডার পেজ