সংক্ষিপ্ত
- বক্সিং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেরি কম
- দাপটের সঙ্গেই হারালেন থাইল্যান্ডের প্রতিপক্ষকে
- ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি খেলছেন ৫১ কেজি বিভাগে
- প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে দাপটে জিতলেন মেরি
বক্সিং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করলেন ভারতীয় বক্সিংয়ের রাণী এমসি মেরি কম। রাশিয়ায় মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে থাইল্যান্ডের প্রতিপক্ষ জুটামাস জিটপংকে কার্যত উড়িয়ে দিলেন মণিপুরের মেরি। বাউট জিতলেন ৫-০তে। প্রথম রাউন্ডের ম্যাচে বাই পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দাপুটে জয় মেরিকে পৌছে দিল বক্সিং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
আরও পড়ুন - ১০ তারিখ থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট, ফোকাসে পুণের ২২ গজ
ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি এবারই প্রথম ৫১ কেজি বিভাগে নেমেছেন। ৩৬ বছরের ভারতীয় বক্সার ৫১ কেজি বিভাগে সোনার লক্ষ্য নিয়েই নেমেছেন। একই সঙ্গে ২০২০ টোকিও অলিম্পিকের প্রস্তুতি পর্বটাও সেরে নিচ্ছেন মেরি কম।
আরও পড়ুন - ক্রিকেট থেকে ছুটি, মুম্বইতে ফুটবল মাঠে ধোনি, সঙ্গে লিয়েন্ডার পেজ
মেরি কম দাপটের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পৌছালেও আরেক ভারতীয় বক্সার সুইটি বোরার অভিযান শেষ হয়ে গেল দ্বিতীয় রাউন্ডেই। ৭৫ কেজি বিভাগে সুইটির প্রতিপক্ষ ছিলেন ইউরোপের সেরা ওয়েলসের লউরেন প্রাইস। বাউট হারতে হলেও সহজে জমনি ছাড়েননি সুইটি। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেকে মেলে ধরার চেষ্টা করলেছিলেন। কিন্তু ৩-১ এ হারের মুখ দেখতে হয় তাঁকে।