গভীর রাতে দেখা করতে গিয়েছিল তরুণ, জোর করে বিয়ে দিল প্রেমিকার পরিবার

Published : Jan 12, 2025, 02:52 PM ISTUpdated : Jan 12, 2025, 03:04 PM IST
গভীর রাতে দেখা করতে গিয়েছিল তরুণ, জোর করে বিয়ে দিল প্রেমিকার পরিবার

সংক্ষিপ্ত

সহরসায় মধ্যরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়া প্রেমিককে ধরে ফেলে মেয়ের পরিবার। এরপর জোর করে তাঁদের বিয়ে দেওয়া হয়। ধুতি-গামছা পরা বর এবং লাল জামা পরা কনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মধ্যরাতে দেখা করতে ডেকেছিলেন প্রেমিকা। সেই হাতছানি এড়াতে পারেননি প্রেমিক। তিনি সানন্দে দেখা করতে যান। কিন্তু প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েই চক্ষু চড়কগাছ। প্রেমিকার পরিবার যে বিয়ের সব ব্যবস্থা করে তৈরি! আপত্তি জানানোর কোনও সুযোগই পেলেন না প্রেমিক। জোর করে বিয়ে দেওয়া হল। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারের সহর্ষার নবহট্টা থানা এলাকার বারিয়াহি গ্রামে।

ঠিক কী হয়েছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারিয়াহি গ্রামে এক প্রেমিক রাতের অন্ধকারে তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। প্রেমিকার পরিবারের লোকজন এই ব্যাপারে খবর পেয়ে যান এবং তাঁকে ধরে ফেলেন। এরপর তাঁরা কোনওরকম দেরি না করে দু'জনের বিয়ে দিয়ে দেন। শুধু তাই নয়, পুরো বিয়ের প্রক্রিয়ার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। ভিডিওতে বিয়ের রীতিনীতিও দেখা যাচ্ছে।

দুই পরিবার একই সম্প্রদায়ের

প্রেমিক-প্রেমিকা যাদব সম্প্রদায়ের এবং দু'জনেই একই গ্রামের। জানা গিয়েছে, দু'জনের মধ্যে অনেকদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। যদিও এখনও বিয়ের বিষয়টি নিশ্চিত হয়নি। তবে ভাইরাল ভিডিওটি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। গ্রামে লোকজন নানা কথা বলছেন।

ধুতি-গামছা পরে প্রেমিক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে ছেলে এবং মেয়েকে একসঙ্গে দেখা যাচ্ছে। ছেলেটি ধুতি এবং গামছা পরে আছে। মেয়েটি লাল জামা পরে আছে। ভিডিওতে বর-কনে এবং তাঁদের পরিবারের লোকজনকেও দেখা যাচ্ছে। যদিও, ভিডিওর সত্যতা এখনও যাচাই করা যায়নি। এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। বিহারে এই ধরনের ঘটনা বিরল নয়। অনেক সময়ই মেয়ের বাড়ি থেকে জোর করে কোনও ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক অতীতেও এই ঘটনা দেখা গিয়েছে। ফলে সহর্ষার এই ঘটনা সত্যি বলেই মনে হচ্ছে। যদিও ছেলেটির পরিবারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু বলা হয়নি। পুলিশে অভিযোগও দায়ের করা হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

৭ বার বিয়ে ভেঙ্গে ৮ম স্বামীর টাকা চুরি করে তার বিরুদ্ধেই মামলা মহিলার! মা মরা ছেলের ভয়াবহ অবস্থা

ডিসেম্বরেই চর্চিত প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন ঋতাভরী, কবে কোথায় বিয়ে জেনে নিন

চুপিসারে বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? ভাইরাল হল বিয়ের ছবি, জেনে নিন সত্যিটা কী?

PREV
click me!

Recommended Stories

বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার শুরু: দুপুর ১২টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী
যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান