সংক্ষিপ্ত

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ডিসেম্বরে প্রেমিক সুমিত আরোরার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। বাঙালি ও পাঞ্জাবি রীতিতে ঘরোয়াভাবে বিয়ে হবে এবং তাঁরা থাইল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিং করার পরিকল্পনা করছেন।

টলিউন সুন্দরীদের মধ্যে সব সময় নজর কাড়েন ঋতাভরী চক্রবর্তী। অভিনয় থেকে হট ফোটোশ্যুট সব নিয়ে প্রায়শই খবরে আসেন অভিনেত্রী। শেষ কয় মাস ধরে নিজের প্রেম নিয়ে খবরে ছিলেন নায়িকা। এখনও তাঁর প্রেমের খবর সর্বত্র আলোচনার বিষয়। গত বছর দীপাবলি ও বড়দিনের উৎসবে প্রকাশ্যে চর্চিত প্রেমিকে সুমিত আরোরার সঙ্গে ছবি শেয়ার করেন নায়িকা। এরপর থেকেই তাঁর ব্যক্তিহত জীবন নিয়ে জল্পনা আরও তুঙ্গে উঠে এসেছে। নতুন বছরের শুরুতেই বড় খবর। তাঁর জীবনের বিশেষ মানুষর সঙ্গে দাম্পত্য সম্পর্কে বাঁধা পড়তে চলেছেন।

শোনা যাচ্ছে, চলতি বছরে ডিসেম্বরে তাইল্যান্ড ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ডেস্টিনেশন ওয়েডিং-র পরিকল্পনা অভিনেত্রী। জানা গিয়েছে, বাঙালি ও পঞ্জাবি মতে বিয়ে সারবেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়া ভাবে। প্রীতিভোজ জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রী। বিশেষ দিনে সকলকেই শামিল করতে চান অভিনেত্রী।

সুমিত আরোরা বলিউডের অত্যন্ত প্রতিভাবান সংলাপ লেখক। তাঁর লেখা সংলাপগুলো দর্শকদের মনোযোগ আকর্ষণ করেন। জওয়ান, স্ত্রী, দাহড়, দ্য ফ্যামিলি ম্যান সহ ছবিতে কাজ করেছিলেন তিনি। সিনেমা ছাড়া ও সিরিজেও তিনি কাজ করেন।

 

View post on Instagram
 

 

অন্যদিকে, ঋতাভরীকে শেষ দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বহুরূপি ছহিতে। সদ্য ঘটনা অবলম্বনে এই ছবিতে আবির চট্টোপাধ্যায় বিপরীতে অভিনয় করেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে কৌশানি মুখোপাধ্যায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। ছবির গানগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। আগামীতে মৈনাক ভৌমিক পরিচালিত গৃহস্থ -তে দেখা যাবে ঋতাভরীকে।

সে যাই হোক, এবার বিয়ের সানাই টলিউডে। ডিসেম্বরেই চর্চিত প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন বলে জানা যাচ্ছে। ঋতাভরী বিয়ে করতে চলেছেন। শোনা যাচ্ছে, চলতি বছরে ডিসেম্বরে তাইল্যান্ড ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ডেস্টিনেশন ওয়েডিং-র পরিকল্পনা অভিনেত্রীর। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল তাদের সম্পর্কের কথা। তবে, এবার তা বিয়েতে পরিণত হতে চলেছে।