ধন্য রাজনীতি, ধর্ষণে অভিযুক্ত বিধায়ককে জেলে গিয়ে ধন্যবাদ জানালেন সাক্ষী মহারাজ

  • উন্নাও থেকে ভোটে জিতেছেন সাক্ষী মহারাজ
  • ভোটে জেতার জন্য ধন্যবাদ জানালেন জেলে থাকা বিধায়ককে
  • ধর্ষণের অভিযোগে জেলে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার

সাক্ষী মহারাজ আর বিতর্ক সমার্থক। ভোটে জেতার পরেও ফের নতুন বিতর্কে জড়ালেন উন্নাওয়ের বিজেপি সাংসদ। এবার ধর্ষণে অভিযুক্ত জেলবন্দি দলের বিধায়কের সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানিয়ে এলেন সাক্ষী মহারাজ। প্রকাশ্যে সে কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। লোকসভা ভোটে তাঁর জয়ের পিছনে অবদান রাখার জন্যই ধর্ষণে অভিযুক্ত দলের বিধায়ককে ধন্যবাদ জানাতে যান বিজেপি সাংসদ।

বিজেপি-র চারবারের সাংসদ কুলদীপ সিংহ সেঙ্গার ধর্ষণের অভিযোগে বর্তমানে জেলে বন্দি রয়েছেন। ২০১৭ সালের ৪ জুন তাঁর কাছে কাজ চাইতে যাওয়া একটি মেয়েকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে ওই বিজেপি সাংসদের বিরুদ্ধে। এ দিন সীতাপুর জেলা সংশোধনাগারে গিয়ে সেই বিধায়ককেই ধন্যবাদ জানান সাক্ষী। 

Latest Videos

জেল থেকে বেরিয়ে তিনি বলেন, "আমাদের জনপ্রিয় বিধায়ক কুলদীপ সেঙ্গার বেশ কিছুদিন ধরে এই জেলে বন্দি রয়েছেন। তাই আমি ভাবলাম নির্বাচনের পরে ওনার সঙ্গে দেখা করার এটাই সবথেকে ভাল সময়।"

যদিও জেল সুপারিনটেন্ডেন্ট ডি সি মিশ্রর দাবি, বিধায়কের সঙ্গে মাত্র মিনিট দুয়েক সময় কাটান সাক্ষী মহারাজ। তাঁর সঙ্গে আলোচনার পরে বেরিয়ে যাওয়ার সময় তিনি সেঙ্গারের সঙ্গে দু' মিনিটের জন্য দেখা  করে তাঁকে ধন্যবাদ জানান বলে দাবি জেল সুপারের। ওই পুলিশ কর্তার অবশ্য দাবি, প্রোটোকল মেনেই বিধায়কের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে বিজেপি সাংসদকে। 

জেল সুপারের আরও দাবি, বিশ্ব পরিবেশ দিবস এবং ইদের দিনে জেলে এসে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন বিজেপি সাংসদ। জেলের বন্দিরা রোজা রেখেছেন কি না. তা নিয়েও খবর নেন উন্নাওয়ের সাংসদ। জেলে গাছের চারাও বসান তিনি। তবে এসব কিছুই চাপা পড়ে গিয়েছে বিজেপি সাংসদের সঙ্গে ধর্ষণে অভিযুক্ত বিধায়কের সাক্ষাতে। 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya