আবারও চাকরির মেয়াদ বাড়ল ED প্রধান সঞ্জয় মিশ্রের, সুপ্রিম কোর্ট বলল 'জনস্বার্থ'

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে কেন্দ্রের পক্ষ থেকে সাওয়াল করা হয়েছিল প্রতিবেশী কয়েকটি দেশ ভারতকে FATF ধুসর তালিকায় ফেলার জন্য মরিয়া চেষ্টা করছে। সেই কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধানের পদে ধারাবাহিকতার প্রয়োজন রয়েছে।

 

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান সঞ্জয় মিশ্রের কাজের মেয়াদ বাড়ানোর আর্জিতে সায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি তাঁর দায়িত্ব সামলাবেন। এই নিয়ে সঞ্জয় মিশ্রের কাজের মেয়াদ চতুর্থবার বাড়াল। যদিও কেন্দ্রীয় সরকার আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সঞ্জয় মিশ্রের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাতে সায় দেয়নি সুপ্রিম কোর্ট।

বুধবার কেন্দ্রের সলিসিচার জেনারেল তুষার মেহতা সঞ্জয় মিশ্রের কাজের মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে কেন্দ্রের আর্জি মেনে নেয়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে জনস্বার্থের কারণেই সঞ্জয় মিশ্রকে তাঁর পদ থেকে সরানো যাবে না।

Latest Videos

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে কেন্দ্রের পক্ষ থেকে সাওয়াল করা হয়েছিল প্রতিবেশী কয়েকটি দেশ ভারতকে FATF ধুসর তালিকায় ফেলার জন্য মরিয়া চেষ্টা করছে। সেই কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধানের পদে ধারাবাহিকতার প্রয়োজন রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি মূলত আর্থিক তছরুপ, অর্থ পাচার এজাতীয় মামলার তদন্ত করে থাকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ট হিসেবে পরিচিত সঞ্জয় মিশ্র। ২০১৮ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল। দুই বছর পরে অর্থাৎ ৬০ বছর বয়সে তাঁর অবসর গ্রহণের কথা। এর আগে তিন বার তাঁর চাকরির মেয়াদ বাডা়ন হয়েছিল। যদিও তৃতীয় বারের মেয়াদ বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টই প্রশ্ন তুলেছিল, সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধিকে অবৈধ ঘোষণা করেছিল। তারপরেও সুপ্রিম কোর্ট জানিয়েছিল ৩১ জুলাই পর্যন্ত তিনি নিজের দায়িত্বে থাকতে পারেন। তবে নতুন কায়ে তাঁর চাকরির মেয়াদ আরও দেড় বাড়ল।

প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা, যিনি একটি পিটিশন দাখিল করেছেন, দাবি করেছেন যে সরকার বিরোধী নেতাদের লক্ষ্যবস্তু করতে এবং অ-বিজেপি-শাসিত রাজ্যগুলিতে নির্বাচিত সরকারগুলিকে অস্থিতিশীল করতে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে।

Share this article
click me!

Latest Videos

স্বীকারোক্তি দেবের! মমতার সামনে 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন | Actor DEV | TMC
টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার Canning-এ
Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
এবার বাংলাদেশী হিন্দুদের ভাতে মারার চেষ্টা, নো-বীফ খাবার হোটেল বর্জনের দাবিতে সমাবেশ