সর্বজিৎ-এর হত্যাকারীকে গুলি করে মারল দুষ্কৃতীরা! পাকিস্তানে খুন হলেন আমির সরফরাজ

Published : Apr 14, 2024, 06:22 PM IST
Sarabjit Singhs killer Amir Sarfaraz shot dead by unknown men

সংক্ষিপ্ত

পাকিস্তানে খুন হলেন ভারতীয় নাগরিক সর্বজিৎ সিংয়ের হত্যাকারী আমির সরফরাজ।

পাকিস্তানে খুন হলেন ভারতীয় নাগরিক সর্বজিৎ সিংয়ের হত্যাকারী আমির সরফরাজ। ২০১৩ সালে কোট লাখপত জেলে বন্দি সিং ইট, ধারালো ধাতব পাত, লোহার রড এবং ব্লেড দিয়ে আক্রমণ করার পরে মারা যান সর্বজিৎ। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে এই হামলার পেছনে লাহোরের ডন হিসেবে পরিচিত আমির সরফরাজের হাত ছিল বলে জানা গিয়েছে। আমির সরফরাজকে আজ লাহোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি করে হত্যা করেছে।

২০১৮ সালের ডিসেম্বরে পাকিস্তানের একটি আদালত সর্বজিৎ সিং হত্যা মামলায় দুই প্রধান সন্দেহভাজন আমির সরফরাজ ওরফে তাম্বা ও মুদাসসরকে বেকসুর খালাস করে দেয়।

সব সাক্ষীর বিরূপ প্রতিক্রিয়ার পর লাহোর দায়রা আদালত রায় ঘোষণা করে। আদালত জানায়, 'দুই আসামির বিরুদ্ধে একজন সাক্ষীও আদালতে সাক্ষ্য দেননি। প্রমাণের অভাবে আদালত তাদের বেকসুর খালাস করে দিয়েছে। ২০১৩ সালে লাহোরের কোট লাখপত জেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই পাকিস্তানি বন্দি আমির ও মুদাসসর ৪৯ বছরের সর্বজিৎ সিংকে হত্যা করে।

PREV
click me!

Recommended Stories

জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের
গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত