- Home
- West Bengal
- West Bengal News
- তৃণমূলে বড় পরিবর্তন! সোমবার ক্যামাকস্ট্রিটে মেগা বৈঠকে অভিষেক-আইপ্যাক কর্তা
তৃণমূলে বড় পরিবর্তন! সোমবার ক্যামাকস্ট্রিটে মেগা বৈঠকে অভিষেক-আইপ্যাক কর্তা
TMC meet: ক্যামাকস্ট্রিটে অভিষেকের দফতরে তৃণমূলের মেগা বৈঠক হতে পারে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি. এই বৈঠকে থাকবে আই-প্যাকের কর্তা প্রতীক জৈন।

তৃণমূলে রদবদল
ভোটের পুরোপুরি বদলে যাচ্ছে তৃণমল কংগ্রেস। তেমনই বলছে ঘাসফুল শিবিরের একটি সূত্র। তৃণমূলের রদবদলের জন্য সোমবার ক্যামাকস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে শুরু হচ্ছে মেগা বৈঠকষ দীর্ঘ দিন ধরেই তৃণমূল কংগ্রেসের রদবদল করতে চেয়েছিলেন অভিষেক। এবার সেইকাজ শুরু হতে পারে বলেও মনে করছেন অনেকে। তৃণমূলের নিচু তলার নেতৃত্বে বদল করা হতে পারে বলেও সূত্রের খবর। কিন্তু কী কী হতে পারে তা এখনও কেউ স্পষ্ট করে বলতে পারছেন না ।
ক্যামাক স্ট্রিটে মেগা বৈঠক
ক্যামাকস্ট্রিটে অভিষেকের দফতরে তৃণমূলের মেগা বৈঠক হতে পারে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি. এই বৈঠকে থাকবে আই-প্যাকের কর্তা প্রতীক জৈন। সূত্রের খবর আইপ্যাকের সমীক্ষার ভিত্তিতেই তৃণমূলের জেলাস্তরের রদবদল হতে পারে। বৈঠকে ডাকা হয়েছে জেলা সভাপতি ও বিধায়কদেরও।
ব্লক সভাপতিদের নিয়ে আলোচনা
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর জেলার ব্লক সভাপতিদের নিয়ে আইপ্যাক যে তালিকা তৈরি করেছে তা নিয়েই দীর্ঘ বৈঠক হবে। সেই বৈঠকেই বিধায়কদের নিয়ে আলোচনা হবে। তারপরেই ব্লক সভাপতিদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঘাসফুল শিবির। অভিষেকের ডাকে এই জেলাওয়াড়ি বৈঠক অত্যন্ত গুরুত্বরূপূর্ণ। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এজাতীয় বৈঠক গুরুত্বপূর্ণ। ভোটের প্রাককালে দলের গুরুদায়িত্ব থাকে ব্লক সভাপতিদের হাতে। সেখানেই জোর দিতে চাইছেন তৃণমূলের দ্বিতীয় নেতা অভিষেক।
২০২২ এ এমন বৈঠক
এর আগে ২০২২ সালে এরকমই আরও একটি বৈঠক দেখা গিয়েছিল। সেইবারও জেলাওয়ারি বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলকে ভোটের আগে আরও চাঙ্গা করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন এক অভিষেক অনুগামী।
ঘর গোছাতে মরিয়া অভিষেক
২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে মরিয়ে চেষ্টা করছেন অভিষেক। বিরোধীদের বিনা যুদ্ধ একটুকরো জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। সেই কারণে দলের ভোট-কুশলীর দায়িত্বে থাকা আইপ্যাক সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলছে দলের নেতারা। সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছে দলের একাংশ।