কংগ্রেস ভয় পেয়ে সনিয়াকে প্রচার-মাঠে নামিয়েছে, নাম না করে কটাক্ষ মোদাীর

Published : May 07, 2023, 04:59 PM IST
Scared Congress fielded those who had stopped campaigning PM modi swipe at Sonia Gandhi bsm

সংক্ষিপ্ত

ভোট প্রচারে নাম না করে সনিয়া গান্ধীকে কটাক্ষ নরেন্দ্র মোদীর। বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। 

কর্ণাটকে কংগ্রেসের হার নিশ্চিত। এবার কংগ্রেস রীতিমত ভয় পেয়েগেছে। আর ভয় পেয়েই বর্তমানে যারা দলের কোনও রাজনৈতিক প্রচারে অংশ হতে রাজি নয় তাদের দিয়েই ভোট প্রচারের কাজ শুরু করেছে। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর নির্বাচনী প্রচার নিয়ে নাম না করেই প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে নিশানা করেন। তিনি আরও বলেন, কংগ্রেস মিথা আর অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এগুলি যখন কাজ করছে না তখনই দলটি যারা নির্বাচনী প্রচারে সামিল হতে চায় না তাদের দিয়ে ভোট প্রচারের কাজ শুরু করেছে।

শনিবার সন্ধ্যায় সনিয়া গান্ধী কর্ণাটকে প্রথম ভোট প্রচার করেন। শরীরিকভাবে অসুস্থ বলেও কংগ্রেস সূত্রের খবর। ২০১৯ সালের পর থেকে সনিয়া গান্ধীকে আর তেমনভাবে কোনও রাজ্যে ভোট প্রচারের অংশ হতে দেখা যায়নি। কিন্তু কর্ণাটকে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানেই তিনি বিজেপির বিরুদ্ধে কড়া বার্তা দেন। আর রবিবারই পাল্টা আসরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সনিয়া গান্ধীর নাম না উল্লেখ করে বলেন, 'কংগ্রেসের মিথ্যা আর অপপ্রচার কাজ করেনি। তাই কংগ্রেস খুব ভয় পেয়েছে। কংগ্রেস এতটাই ভয় পেয়েছে যেযারা প্রচারে অংশ নিচ্ছেন না তাদেরও আনা হচ্ছে প্রচারের উদ্দেশ্যে। ভোটে হারার দায় কংগ্রেস নেতারা ইতিমধ্যেই একে অপরের ওপর চাপাতে শুরু করেছে।'

প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেসের মিথ্যার বেলুন কাজ করছে না। কর্ণাটকের বাসিন্দারা এই মিথ্যার বেলুন ফাঁটিয়ে দিয়েছে। এদিন মোদী বলেন, রবিবারের সকালে তাঁর রোডশো-এ যেভাবে স্থানীয় মানুষ উপস্থিত হয়েছে তা দেখে তিনি মুগ্ধ। তিনি আরও বলেন, আজ আরও রোডশো হওয়ার কথা ছিল। কিন্তু আজ NEET পরীক্ষা। আর সেই কারণে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই দ্রুত রোডশো শেষ করে দেওয়ার জন্য তিনি দলের কাছে আবেদন জানিয়েছিলেন বলেও জানান। তবে তিনি জানিয়েছেন রবিবার অর্থাৎ ছুটির দিন হওয়া সত্ত্বেও বেঙ্গালুরু যেভাবে শক্তি প্রদর্শন করেছিল তা তাঁর মনকে ছুঁয়ে গেছে। তিনি কর্ণাটকের কাছে দীর্ঘ ঋণি থাকবেন বলেও জানিয়েছেন।

মোদী জানিয়েছেন, তিনি স্থানীয়বাসিন্দাদের ভালবাসা আর আশীর্বাদের প্রতিদান দিতে চান। আর সেই কারণেই তিনি এই রাজ্যের উন্নয়নে জোর দেবেন বলেও জানিয়েছেন। তিনি জানিয়েছেন, উন্নয়নের মাধ্যমেই তিনি স্থায়ীদের ভালবাসা আর আশীর্বাদ ফেরত দেবেন। আগামী ১০ মে কর্ণাটকে ভোট গ্রহণ, ফল প্রকাশ ১৩ মে।

আরও পড়ুনঃ

৩২ লক্ষ টাকার হীরার বদলে পার্সেলে গুটখার পাতা, ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

মোদী দাদু বাড়িতে এসো..., সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চার বছরের শিশুর ভিডিও

কর্ণাটক সার্বভৌম- এই শব্দের অর্থ কী? সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে তুলোধনা নেটিজেনদের

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pahalgam Attack: পহেলগাঁওয়ের হামলার ৮ মাস পর চার্জশিট NIA-র, হামলার মূল চক্রী কে?
News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে