আবার চালু হল লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প! মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন বাড়ির মেয়েরা
মহারাষ্ট্রেও চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার! ভোটের আগের শেষ বাজেটে মহারাষ্ট্রের ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসিক করে ১৫০০ টাকার ভাতা ঘোষণা করা হয়। একবারে লক্ষ্মীর ভাণ্ডারের আদলের প্রকল্প তৈরি হল মহারাষ্ট্রে। এদিন বাজেটে নতুন এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার।
জুলাই মাস থেকে এই প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন পাওয়ার। এই বিশেষ প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা'। এই প্রকল্পের ৪৬ হাজার কোটি টাকা খরচ হবে মহারাষ্ট্র সরকার।
এ ছাড়াও এই বাজেটে বলা হয়েছে শুধু মহিলাদের টাকাই নয়, পরিবার পিছু বছরে তিনটি করে রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হবে।
রাজ্যের করের হার কমিয়ে পেট্রোল এবং ডিজেলের দামও কমানোর উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার। পেট্রোলের উপরে কর এক টাকা কমিয়ে ৪ টাকা করেছে মহারাষ্ট্র সরকার।