NET 2024: নেট পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ইউজিসি! কবে হতে পারে এই পরীক্ষা? রইল দিনক্ষণ

নেট পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ইউজিসি! কবে হতে পারে এই পরীক্ষা? রইল দিনক্ষণ

বাতিল হয়েছিল ইউজিসি নেট। যার জেরে বেশ আশাহতই হয়েছিলেন পরীক্ষার্থীরা। এবার নেট পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ইউজিসি এনটিয়ে। আগামী ২১ অগাস্ট ৪ সেপ্টেম্বরের মধ্যে হতে পারে নেট পরীক্ষা। এই বছর ইউজিসি নেট হবে কম্পিউটার বেসড এক্সাম।

গত ১৮ জুন হওয়ার কথা ছিল এই পরীক্ষা। দুই ভাগেই নেট পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু বেশ কিছু অভিযোগ সামনে আসায় এই পরীক্ষা বাতিল বলেই জানিয়েছিল ইউজিসি। যার জেরে চরম বিপাকে পড়েছিলেন ছাত্রছাত্রীরা। প্রায় ৯ লক্ষ ছাত্রছাত্রী এবার এই পরীক্ষায় বসত বলে জানা গিয়েছে।

Latest Videos

এ ছাড়াও ২০২৪ সালের এসিআইটি পরীক্ষা ১০ জুলাই নেওয়া হবে বলে জানিয়েছে ইউজিসি। সিএসআইআর নেটের পরীক্ষা নেওয়া হবে ২৫ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে।

সর্বভারতীয় আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স নেওয়া হবে ৬ জুলাই। পরীক্ষার বিষয়ে যেকোনও কিছু জিজ্ঞাসা থাকলে ০১১-৪০৭৫৯০০০ ফোন করে জানা যাবে। এ ছাড়া ncet@nta.ac.in, csirnet@nta.net.in, ugcnet@nta.ac.in, aiapget@nta.net.in এই তিনটি মেইল আইডি-তে মেলও করতে পারেন।

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari