NET 2024: নেট পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ইউজিসি! কবে হতে পারে এই পরীক্ষা? রইল দিনক্ষণ

নেট পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ইউজিসি! কবে হতে পারে এই পরীক্ষা? রইল দিনক্ষণ

বাতিল হয়েছিল ইউজিসি নেট। যার জেরে বেশ আশাহতই হয়েছিলেন পরীক্ষার্থীরা। এবার নেট পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ইউজিসি এনটিয়ে। আগামী ২১ অগাস্ট ৪ সেপ্টেম্বরের মধ্যে হতে পারে নেট পরীক্ষা। এই বছর ইউজিসি নেট হবে কম্পিউটার বেসড এক্সাম।

গত ১৮ জুন হওয়ার কথা ছিল এই পরীক্ষা। দুই ভাগেই নেট পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু বেশ কিছু অভিযোগ সামনে আসায় এই পরীক্ষা বাতিল বলেই জানিয়েছিল ইউজিসি। যার জেরে চরম বিপাকে পড়েছিলেন ছাত্রছাত্রীরা। প্রায় ৯ লক্ষ ছাত্রছাত্রী এবার এই পরীক্ষায় বসত বলে জানা গিয়েছে।

Latest Videos

এ ছাড়াও ২০২৪ সালের এসিআইটি পরীক্ষা ১০ জুলাই নেওয়া হবে বলে জানিয়েছে ইউজিসি। সিএসআইআর নেটের পরীক্ষা নেওয়া হবে ২৫ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে।

সর্বভারতীয় আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স নেওয়া হবে ৬ জুলাই। পরীক্ষার বিষয়ে যেকোনও কিছু জিজ্ঞাসা থাকলে ০১১-৪০৭৫৯০০০ ফোন করে জানা যাবে। এ ছাড়া ncet@nta.ac.in, csirnet@nta.net.in, ugcnet@nta.ac.in, aiapget@nta.net.in এই তিনটি মেইল আইডি-তে মেলও করতে পারেন।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia