১৫ অক্টোবর নয়, ১ নভেম্বর থেকে অসমে খুলছে স্কুল-কলেজ

Published : Oct 02, 2020, 07:39 AM ISTUpdated : Oct 02, 2020, 07:42 AM IST
১৫ অক্টোবর নয়, ১ নভেম্বর থেকে অসমে খুলছে স্কুল-কলেজ

সংক্ষিপ্ত

অসমে খুলছে স্কুল, কলেজ আনলক ফাইভে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে স্কুল, কলেজ খোলার নির্দেশ কেন্দ্রের ১ লা নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

কেন্দ্রের নির্দেশিকা মেনে ১৫ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করছে না অসম সরকার। আনলক ফাইভ পর্বে দেশ জুড়ে নয়া গাইডলাইন নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে ১৫ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু ১৫ অক্টোবরের বদলে ১লা নভেম্বর থেকে স্কুল, কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অসমের শিক্ষা দফতর।

আরও পড়ুন-ক্রেডিটকার্ড-আয়কর-ড্রাইভিং লাইসেন্স, ১ অক্টোবর থেকে ১০টি ক্ষেত্রে নিয়ম বদল

অসমের শিক্ষামন্ত্রী ডঃ হেমন্ত বিশ্বশর্মা বলেন, ''আমরা ১৫ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি না। নভেম্বর ১ তারিখ থেকে খুলবে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ''। যদিও কোভিড-১৯ বিধি মেনে ক্লাস নাইন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনিয়মিতভাবে ক্লাস শুরু করেছে অসম সরকার।

আরও পড়ুন-করোনা আবহে জিএসটি সংগ্রহে রেকর্ড, গত ছয় মাসে অগাস্টে সর্বোচ্চ কর আদায়

করোনা ভাইরাসের আবহে আনলক ফাইভ পর্বে কর্মজীবন স্বাভাবিক রাখতে গাইডলাইনে বেশ কিছু পরিবর্তন নিয়েছে কেন্দ্র। বুধবার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রকের গাইড অনুযায়ী ১৫ অক্টোবর থেকে দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও সেই গাইডলাইনে স্কুলে উপস্থিতি বাধ্য়তামূলক করা হয়নি।  

PREV
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়