ফের দেশজুড়ে ছুটি! ১৭ জুলাই বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস! টানা ৭ দিন খুলবে না ব্যাঙ্ক, কী কারণে জেনে নিন?

Published : Jul 13, 2024, 10:46 AM ISTUpdated : Jul 13, 2024, 12:35 PM IST
Lock down

সংক্ষিপ্ত

ফের দেশে ছুটি ঘোষণা! ১৭ জুলাই দেশজুড়ে বন্ধ থাকবে স্কুল, কলেজ অফিস! টানা ৭ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক

১৭ জুলাই আবার ছুটি দেশ জুড়ে। সকলের জন্য দারুণ সুখবর। এদিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, সরকারি অফিস। তবে কীসের ছুটি এদিন?

আগামী ১৭ জুলাই মহরমের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সব কিছুই ছুটি থাকবে। বন্ধ থাকবে বেসরকারি অফিসও।

ছুটির দিনে কাজ না করার নির্দেশ রয়েছে। কারাবালার শহীদদের প্রতি শোক জানাতেই মহরম পালন করা হয়। এদিন শোভাযাত্রায় বেরোন শিয়া সম্প্রদায়ের মুসলিমরা।

এ ছাড়াও টানা বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। জুলাই মাসের ৩১ দিনের মধ্যে প্রায় ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এ ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আসুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ রয়েছে-

১৩ জুলাই -দ্বিতীয় শনিবার

১৪ জুলাই -রবিবার

১৬ জুলাই-হেরেলা উপলক্ষে উত্তরাক্ষণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ জুলাই- মহরম

২১ জুলাই -রবিবার

২৭ জুলাই- চতুর্থ শনিবার

২৮ জুলাই -রবিবার

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল