আগামী ২০২৩ সালের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে নয়া সংসদভবনে, দাবি সংসদীয় সুত্রের

মার্চেই প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন নতুন সংসদভবনের। তাই বিশেষজ্ঞমহলের দাবি যে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে পারে নতুন সংসদভবনেই।

Web Desk - ANB | Published : Dec 30, 2022 5:55 PM IST

নতুন সংসদভবনের কাজ চলছে এখন পুরোদমে। অনুমান করা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে পুরো কাজ এবং মার্চেই প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন নতুন সংসদভবনের। তাই বিশেষজ্ঞমহলের দাবি যে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে পারে নতুন সংসদভবনেই। প্রসঙ্গত উল্লেখযোগ্য সাধারণত বাজেট অধিবেশন দুটি অংশে অনুষ্ঠিত হয়। প্রথম অংশটি জানুয়ারী মাসের ৩০-৩১ তারিখ নাগাদ শুরু হয় দুই কক্ষের যৌথ বৈঠকের মাধ্যমে।বাজেট শুরুর আগে প্রথা মেনেই হয় রাষ্ট্রপতির ভাষণ। এই বাজেট অধিবেশনের প্রথম অংশটি চলে জানুয়ারীর ৮-৯ তারিখ পর্যন্ত। অধিবেশনের দ্বিতীয় অংশটি জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় চলে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তাই অধিবেশনের সময় জানার পর থেকে অনেকেরই দাবি যে নয়া সংসদ ভবন উদ্বোধনের পর হয়তো বাজেটের দ্বিতীয় অধিবেশন নতুন সংসদভবনেই হবে।

২০২০ সালের ডিসেম্বরে নতুন সংসদভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নয়া সংসদ ভবনটি দেশের পাওয়ার করিডোর। অর্থাৎ এটিকে দেশের পুনঃউন্নয়নের কান্ডারি হিসেবেও দেখছেন অনেকেই। টাটা প্রজেক্টস লিমিটেডকে দেওয়া হয়েছিল এই বিল্ডিং নির্মাণের কাজ। প্রধানমন্ত্রীর সমর্থকদের মতে এটি হলো ভারতের গণতন্ত্রের একটি ঐতিহ্য। এই বিল্ডিংয়ে থাকবে একটি বিশাল সংবিধান হল ,সংসদ সদস্যদের জন্য একটি লাউঞ্চ, একটি লাইব্রেরি, একাধিক কমিটি রুম , একটি ডাইনিং হল এবং থাকবে একটি বিরাট পার্কিং স্পেস।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়