কীভাবে সেঙ্গোল প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন সেই মুহুর্তের অদেখা কিছু ছবি
সেঙ্গল স্থাপনের আগে শুরু হয় পুজো। পুজো করেন মোদী এবং ওম বিড়লা। পুজোর পরে সামনে রাখা 'সেঙ্গল'কে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। এরপরই তাঁর হাতে 'সেঙ্গল' তুলে দেন অধিনাম পুরোহিতরা। লোকসভার স্পিকারের আসনের কাছেই স্থাপন করা হয় 'সেঙ্গল'।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার চেম্বারে লোকসভার স্পিকারের চেয়ারের পাশে সেঙ্গোল স্থাপন করেছিলেন। সেঙ্গোল বসানোর সময় লোকসভার স্পিকার ওম বিড়লা নরেন্দ্র মোদীর সাথে ছিলেন।
প্রধানমন্ত্রী অভিবাদনের ভঙ্গিতে দুই হাত রেখে সেঙ্গোলকে নিয়ে নতুন সংসদে যান। নতুন সংসদের উদ্বোধন উপলক্ষে নরেন্দ্র মোদী ধুতি কুর্তা ও জ্যাকেট পরে এসেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেঙ্গোল নিয়ে নতুন সংসদে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন তামিলনাড়ুর সাধুরাও। উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। একসঙ্গে বসে পুজোও করেন তারা।
পুজোর পরে সামনে রাখা 'সেঙ্গল'কে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। এরপরই তাঁর হাতে 'সেঙ্গল' তুলে নাম অধিনাম পুরোহিতরা। নতুন সংসদ ভবনে লোকসভার স্পিকারের আসনের কাছেই স্থাপন করা হয় সোনার রাজদণ্ড 'সেঙ্গল'।
লোকসভা কক্ষে সেঙ্গোল বসানোর পর নরেন্দ্র মোদী সাধুদের প্রণাম করলেন। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি নতুন সংসদ ভবনে অনুষ্ঠিত 'সর্ব-ধর্ম' প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের আগেই তাঁর নিজের বাসভবনে অধিনামদের সঙ্গে দেখা করেন। তাঁর আশীর্বাদ গ্রহণ করেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি তাঁদের হাত থেকে সেঙ্গোল তুলে নেন।
নতুন সংসদের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, 'ভারতের সংসদের নতুন ভবন উদ্বোধন হওয়ার সঙ্গে আমাদের হৃদয় ও মন গর্ব, আশা এবং প্রতিশ্রুতিতে ভরে যায়। এই আইকনিক বিল্ডিংটি ক্ষমতায়নে কেন্দ্র হয়ে উঠুক। এটি আমাদের মহান জাতিকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
সংসদ ভবন উদ্বোধনের জন্য তামিলনাড়ু থেকে ২১ জন অধিনাম দিল্লিতে এসেছেন। তাঁরাই মোদীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন। সেখানেই মোদী বলেন, সেঙ্গোল ক্ষমতা হস্তান্তরের প্রতীক। এটি শত বছরের দাসত্বের প্রতিটি প্রতীক থেকে ভারতকে মুক্ত করে।