সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, রাস্তা পরিষ্কার করতে এমন বিশেষ ঝাড়ু আটকানো গাড়ি ব্যবহার করা হচ্ছে।
সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একটি গাড়ির পিছনে আটকানো গোট চাকার মতো জিনিস। তার ওপর লাগানো চারটি ঝাড়ু। সেগুলো এমন ভাবে লাগানো যাতে চাকা ঘুরলে ঝাড়ুও ঘুরবে। আর এভাবে রাস্তা পরিষ্কার করার এক অভিনব পদ্ধতি এল প্রকাশ্যে।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, রাস্তা পরিষ্কার করতে এমন বিশেষ ঝাড়ু আটকানো গাড়ি ব্যবহার করা হচ্ছে। প্রতিদিনই সকালে শহরের সকল রাস্তা পরিষ্কার করা হয়। এই পরিষ্কারের কাজে ঝাড়ু হাতে মহিলা ও পুরুষদের দেখা যায়। এতে পরিশ্রম হয় অধিক। এবার এই সকল পদ্ধতি হবে সহজ। রাস্তা পরিষ্কার করতে এবার একটি গাড়ি ব্যবহার করলেই হল। এতে দ্রুত যেমন রাস্তা পরিষ্কার হবে। তেমনই পরিষ্কারের কাজও হবে অনেক সহজ। আর আপনার মনে যদি প্রশ্ন থাকে, এই পন্থায় সত্যিই রাস্তা পরিষ্কার হয় কি না, সেক্ষেত্রে উক্ত ভিডিও দেখতে পারেন। ভিডিও দেখলে বোঝা যাবে, কীভাবে কত সহজে ও দ্রুত এই উপায় রাস্তা পরিষ্কার করা সম্ভব।
প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমন ভিডিও। যেখানে একদিকে যেমন উঠে আসে চমকপ্রদ বিষয় তেমনই কখনও কখনও দেখা যায় কোনও অবাক করা কান্ড। আবার কেউ কেউ অদ্ভুত কাজ করে রিল বানিয়ে ভিডিও পোস্ট করে থাকেন। এবারও হল না তার অন্যথা। রাস্তা পরিষ্কারের অভিনয় পদ্ধতি এল সামনে। কীভাবে সহজ উপায় কম পরিশ্রমে ও অবশ্যই কম খরচে শহরের রাস্তা পরিষ্কার করা যায় তা দেখে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
এবার বড় ভূমিকম্প বঙ্গোপসাগরেও! সুনামি ভাসিয়ে নিয়ে যেতে পারে সব, রেড অ্যালার্ড বিজ্ঞানীদের