রেলের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কামরা আনার পরিকল্পনা করা হয়েছে। EMU প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে তৈরি কামরা এনেছে যাতে প্রবীণ নাগরিকেরা ভিড়ে কষ্ট না পেয়ে স্বাচ্ছন্দ্যে ট্রেনে যাতায়াত করতে পারে।
সূত্রের খবর, রেলওয়ে বোর্ডের তরফ থেকে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কামরা আনার পরিকল্পনা করেছে। EMU প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে তৈরি কামরা এনেছে।
510
এই বিশেষ কামকা তৈরি করা হয়েছে যাতে প্রবীণ নাগরিকেরা ভিড়ে কষ্ট না পেয়ে স্বাচ্ছন্দ্যে ট্রেনে যাতায়াত করতে পারে।
610
আপাতত এই সুবিধা পাবেন মুম্বই সার্বার্বান নেটওয়ার্কের লোকাল ট্রেনগুলো।
710
এই প্রসঙ্গে সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র জানান, এটাই প্রথম প্রোটোটাইপ। আমরা এই ধরনের আরও পরিবর্তন আনব। সমস্ত বয়সের যাত্রীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
810
তিনি জানান, মাটুঙ্গার ওয়ার্কশপ তৈরি করছে এই বিশেষ কামরাটি।
910
এই কামরায় থাকবে বিশেষ ব্যবস্থা। রাখা হয়েছে ২-৩ জন করে বসার বেঞ্চ। প্রবীণ নাগরিকজের যাতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে।
1010
হ্যান্ডেলগুলো বেশ অনেকটাই নিচে রাখা হয়েছে। দরজার সামান্য ভারসাম্যও রাখা হয়েছে।