অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। ফিটমেন্ট ফ্যাক্টর ক্যালকুলেশনের উপর নির্ভর করে বেতন বৃদ্ধির পরিমাণ। ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বেড়ে ৩৭ হাজার ৪৪০ টাকা হতে পারে।
সদ্য প্রকাশ্যে এল ফিটমেন্ট ফ্যাক্টর ক্যালকুলেশন। এই ফিটমেন্ট ফ্যাক্টর ক্যালকুলেশনের ওপর নির্ভর করে কত শতাংশ বেতন বাড়বে কর্মীদের।
510
হিসেব বলছে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হবে ১৮ হাজার থেকে বেড়ে ৩৭ হাজার ৪৪০ টাকা ।
610
বিশেষজ্ঞ সূত্রে জানা গিয়েছে, এবার ১.৯২ থেকে ২.০৮ হতে পারে ফিটমেন্ট ক্যাক্টর। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.০৮ হয়। তাহলে ন্যূনতম বেতন হবে ১৮ হাজার থেকে বেড়ে ৩৭ হাজার ৪৪০ টাকা।
710
ন্যূনতম পেনশন হবে ৯ হাজার থেকে বেড়ে ১৮,৭২০ টাকা। সব মিলিয়ে উপকৃত হবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা।
810
শেষ বেতন কমিশন গঠিত হয়েছিল দশ বছর আগে। ২০১৪ সালে। এবার ১০ বছর পর ফের গঠিত হবে অষ্টম বেতন কমিশন ।
910
সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তারপর ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে।
1010
তবে, অনেকেই দাবি করেছেন অষ্টম বেতন কমিশন কার্যকর হতে আরও সময় লাগতে পারে। তবে, আপাতত মেলেনি কোনও নিশ্চিত খবর।