ফের বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! আরও একটি ঝড় ফুঁসছে বঙ্গোপসাগরে। এই ভয়ঙ্কর ঝড়ই হতে পারে ২০২৪ সালের প্রথম ঝড়।
27
ফের ভয়াবহ ঝড়ে তোলপাড় হতে পারে রাজ্য। এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
37
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আরও ভয়ঙ্কর শক্তিশালী হতে চলেছে এই ঝড়। এখন ফেজ ৪-এ রয়েছে এর অবস্থান।
47
বুধবারের মধ্যেই এই ঝড় ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং আগামী ১৭ অক্টোবর নাগাদ ল্যান্ডফল করতে পারে চেন্নাইয়ে।
57
বুধবার সকাল থেকে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে সু চিহ্নিত নিম্নচাপ এলাকা ইতিমধ্যেই স্ষ্ট হয়েছে। এই নিম্নচাপটি অতি দ্রুত পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যাবে এবং বৃহস্পতিবারের মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কাছে পৌঁছে যাবে।
67
আইএমডি-র খবর অনুয়ায়ী, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বেশ কিছু রাজ্যে ঝোড়ো হাওয়া ও হালকা বৃষ্টিপাত দেখা দিতে পারে।
77
আগামী ১৭ অক্টোবর নাগাদ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে বলে আগে থেকেই বহু জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট।