শিলংয়ে এক উপজাতীয় সমাবেশে পথচারীদের উপর হামলা চালায় সমাবেশে অংশগ্রহণকারীরা

মেঘালয়ের রাজধানী শিলং এ এক উপজাতীয় সংঘঠনের পাবলিক সমাবেশে হঠাৎ শুরু হাওয়া মারপিটে আহত হয়ে পরে বেশ কয়েকজন।

মেঘালয়ের রাজধানী শিলং এ এক উপজাতীয় সংঘঠনের পাবলিক সমাবেশে হঠাৎ শুরু হাওয়া মারপিটে আহত হয়ে পরে বেশ কয়েকজন। সূত্রের খবর ফেডারেশন অফ খাসি জৈন্তিয়া গারো পিপল (এফকেজেজিপি) রাজ্যে বেড়ে চলা বেকারত্বকে নিয়ে একটি পাবলিক সমাবেশের আয়োজন করেছিল  শুক্রবার।  সমাবেশে আলোচনার মধ্যে দিয়েই উঠে আসে নানান সরকার বিরোধী বিবৃতি।  পথচারীরা সেই বিবৃতির পাল্টা  কটূক্তি করলেই  , সমাবেশে অংশগ্রহণকারীরা  পতাকার খুঁটি হাতে  ধাওয়া করতে  শুরু করে ওই পথচারীদের । বাইকে করে পথচারীদের ধাওয়া  করার এই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়।  তবে  ঘটনার জেরে যারা যারা আহত হয়েছেন তাদের মধ্যে ছিলেন দুজন সাংবাদিকও। তাই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মেঘালয়ে। 

 মেঘালয়ের  জাতীয় সমাবেশে হিংসার  ঘটনা এই প্রথম নয় । তবে সেদিন যে ঘটনাটি ঘটেছে তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। আর  পুলিশের সংখ্যার চেয়ে মিছিলকারীদের সংখ্যা বেশি হাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে প্রশাসনমণ্ডলীকে।কতজন গ্রেপ্তার হয়েছে সেবিষয়ে বিস্তারিত জানা না গেলেও এক প্রশাসনিক শীর্ষ কর্তৃক খবর , "  পুলিশের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে ওই আন্দোলনকারীদের বিরুদ্ধে। " পুলিশের মহাপরিচালক এল আর বিষ্ণোই এবং পূর্ব খাসি হিলস জেলা ম্যাজিস্ট্রেট ইসাওয়ান্দা লালুর কাছ থেকে এবিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও।  মুখ খুলেছেন ডেপুটি মুখ্যমন্ত্রী প্রেস্টোন টাইনসং। তিনি বলেন, " সরকার যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সর্বদা প্রস্তুত থাকারই  নির্দেশ দেয় ।যে কোনও সংস্থা  সমাবেশ করতেই  পারে তবে তাদের সদস্যদের নিয়ন্ত্রণ করা তাদের কর্তব্য কারণ রাজ্য সরকার কোনওরকম কোনো বিশৃঙ্খলা সহ্য করবে না " 

Latest Videos

 

সন্ত্রাসবাদী কার্যকলাপ দমিয়ে কাশ্মীরের উন্নয়নে বিশেষ নীতি প্রতিরক্ষা মন্ত্রকের

নাবালিকাদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ, ৬৯৪ পাতার চার্জশিট ধর্মগুরু শিবমূর্তি মুরুগার বিরুদ্ধে

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari