Shri Ram AI Image: ভক্তদের দিকে তাকিয়ে হাসছেন শ্রীরাম, এই দুর্দান্ত এআই ছবি দেখলে গায়ে কাঁটা দেবে

আজ থেকে সেখানে নির্মিত রাম মন্দিরের দরজাও খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। ৬ দিনের আচার-অনুষ্ঠানের পরে, ২২ জানুয়ারি সোমবার রামের পবিত্র মূর্তি প্রতিষ্ঠা করা হয়।

উত্তর প্রদেশের রামধাম অযোধ্যায় ৬ দিনের আচার-অনুষ্ঠানের পরে, ২২ জানুয়ারি সোমবার রামের পবিত্র মূর্তি প্রতিষ্ঠা করা হয়। সেই সঙ্গে আজ থেকে সেখানে নির্মিত রাম মন্দিরের দরজাও খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত সহ ছয়জন অতিথি পুরও অনুষ্ঠানটিতে অংশ নিয়েছিলেন। এর আগে হেলিকপ্টার থেকে অনুষ্ঠানে আগত অতিথিদের উপর ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী দুপুর ১২ টা ০৫ ​​মিনিটে মন্দিরে রুপোর ছাতা ও হাতে লাল বস্ত্র নিয়ে পৌঁছান। এরপর পদ্মফুল দিয়ে পূজা করা হয়। অবশেষে রামের মূর্তির সামনে প্রণাম করেন প্রধানমন্ত্রী।

এই সবের মধ্যেই এখন সোশ্যাল মিডিয়ায় রামলালার বিশাল মূর্তির ছবি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। এর মধ্যে একটি এআই জেনারেটেড ছবি যাতে শ্রী রামের জীবিত মুখ মন্ডলের ছবি দেখা গিয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে রামের হাসি মুখরিত ছবি। প্রযুক্তির সাহায্যে প্রতিমাকে জীবন্ত দেখানোই এর কারসাজি। আপনিও দেখুন সেই ভিডিও-

Latest Videos

 

 

সোশ্যাল মিডিয়া এক্স-এ সুনীল চৌধুরী নামে একটি পার্সোনাল পেজে এই এই জেনারেটেড ভিডিওটি পোস্ট করা হয়েছে। এই ভিডিও পোষ্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। এই ভিডিও দেখে পোস্টে উল্লেখ করা হয়েছে যে ''প্রভু রামের এমন হাসিমুখ দেখে গায়ে কাঁটা দিয়ে উঠছে-''

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly