- Home
- Entertainment
- Bollywood
- হিসাব বহির্ভূত সম্পত্তির মালিক কুন্দ্রা দম্পতি, শিল্পা শেট্টিকে ফের জেরা অপরাধ দমন শাখার
হিসাব বহির্ভূত সম্পত্তির মালিক কুন্দ্রা দম্পতি, শিল্পা শেট্টিকে ফের জেরা অপরাধ দমন শাখার
Shilpa Shetty News: সময়টা মোটেও ভালো যাচ্ছে না রাজ-শিল্পা দম্পতির। ৬০ হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে ফের প্রশ্নের মুখে শিল্পা শেট্টি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

শিল্পা শেট্রির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ
বি-টাউনে ফের হুলুস্থল। শিল্পা শেট্টির বাসভবনে মুম্বইয়ের অর্থনৈতিক অপরাধদমন কমিশনের আধিকারিকরা। ৬০ হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতি নিয়ে অপরাধদমন কমিশনের অফিসারদের জেরার মুখে বলিউডের নায়িকা। টানা চার ঘন্টা ধরে চলছে ম্যারাথন জেরা পর্ব।
শিল্পা শেট্টির বয়ান রেকর্ড
সূত্রের খবর, মঙ্গলবার লক্ষ্মীপুজোর দিনই মুম্বইতে রাজ কুন্দ্রার বাড়িতে হানা দেয় মুম্বইয়ের অপরাধ দমন শাখার আধিকারিকরা। মনে করা হচ্ছে, এই বিপুল পরিমাণ টাকার উৎস জানতে শিল্পা শেট্টির বয়ান রেকর্ড করবেন তাঁরা। এছাড়াও আর্থিক প্রতারণা ও লেনদেন নিয়েও জিজ্ঞেস করা হতে পারে রাজ কুন্দ্রার ঘরণীকে।
রাজ-শিল্পার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ
সূত্রের খবর, রাজ কুন্দ্রা ও অভিনেত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে আগে থেকেই। ব্যাঙ্কের আর্থিক লেনদেনেও গড়মিল রয়েছে। সেই সব তথ্য জানতে এবার রাজ কুন্দ্রা দম্পতির বাড়িতে হানা দিলো মুম্বইয়ের অপরাধ দমন শাখার আধিকারিকরা।
জেরার মুখে শিল্পা শেট্টি।
মঙ্গলবার সকাল থেকেই অপরাধ দমন শাখার আধিকারিকদের জেরার মুখে পড়েন শিল্পা শেট্টি। সূত্রের খবর, অপরাধ দমন শাখার আধিকারিকদের সামনে শিল্পা তার ব্যাঙ্ক ডিটেইলস, স্টেটমেন্ট সমস্ত কিছু দেখিয়েছেন বলে জানা গিয়েছে।
বিপাকে শিল্পা শেট্টি
তবে এই প্রথমবার নয়। এর আগেও রাজ-শিল্পা শেট্টি দম্পতিকে অপরাধ দম শাখার মুখোমুখি হতে হয়েছে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইডির হাতে গ্রেফতারও হন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। ২০২১ সাল থেকেই শিল্পা ও রাজের বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলার তদন্ত চলছে।

