Kangana Ranaut: কঙ্গনাকে চড় মারা সিআইএসএফ জওয়ানের পাশে থাকার বার্তা বিশাল দাদলানির

চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাউতের চড় খাওয়ার ঘটনা নিয়ে সারা দেশে চর্চা চলছে। পক্ষে-বিপক্ষে অনেক মত শোনা যাচ্ছে। বিনোদন দুনিয়ার বেশিরভাগ তারকাকেই পাশে পাচ্ছেন না কঙ্গনা।

অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউতকে যে সিআইএসএফ জওয়ান চড় মেরেছেন, তাঁকে সাহায্য করার কথা জানালেন গায়ক বিশাল দাদলানি। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ‘আমি কখনও হিংসা সমর্থন করি না। কিন্তু আমি এই সিআইএসএফ কর্মীর ব্যক্তিগত ক্রোধের প্রয়োজন বুঝতে পারছি। যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় সিআইএসএফ, তাহলে তিনি যাতে কোনও চাকরি পান, সেটা নিশ্চিত করব আমি। তিনি যদি কোনও কাজ করতে রাজি হন, তাহলে আমি পাশে থাকব। জয় হিন্দ। জয় জওয়ান। জয় কিষান।’ বিজেপি-বিরোধী হিসেবে পরিচিত বিশাল। এই কারণেই হয়তো তিনি কঙ্গনারও বিরোধী। বিশাল বুঝিয়ে দিয়েছেন, তিনি কঙ্গনার পাশে থাকছেন না।

চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড়

Latest Videos

বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকের পর যখন বোর্ডিং পয়েন্টের দিকে এগোচ্ছিলেন কঙ্গনা, তখন তাঁকে চড় মারেন সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কউর। বিমানবন্দরে যেখানে ব্যাগ চেকিং এবং যাত্রীদের শরীরে নিষিদ্ধ কোনও বস্তু আছে কি না পরীক্ষা করে দেখা হয়, সেখানেই এই ঘটনা ঘটে। চণ্ডীগড় থেকে দিল্লি পৌঁছনোর পর সিআইএসএফ আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করেন কঙ্গনা। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে পুরো ঘটনা জানান। পাঞ্জাবে কট্টরপন্থা ও সন্ত্রাসবাদ বাড়ছে বলেও দাবি করেন এই অভিনেত্রী। তাঁকে চড় মারার অভিযোগে ওই সিআইএসএফ কনস্টেবলকে প্রথমে সাসপেন্ড, তারপর আটক এবং শেষপর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

কৃষক আন্দোলনের বিরোধিতা করা নিয়ে ক্ষোভ

কঙ্গনা জানিয়েছেন, তাঁকে ওই সিআইএসএফ জওয়ান বলেন, তাঁর মা কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা যে সব মন্তব্য করেছেন, তাতে তিনি ক্ষুব্ধ। এই কারণেই চড় মেরেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kangana Ranaut: কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগে গ্রেফতার সিআইএসএফ কনস্টেবল

Viral Video: 'খালিস্তানি' বলায় CISF অফিসারের হাতে কষিয়ে চড় খেলেন কঙ্গনা! বিমানবন্দরের ভিডিও ভাইরাল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন