Muslim Reservation: বিজেপি বিরোধিতা করলেও অন্ধ্রপ্রদেশে মুসলিম-সংরক্ষণ চালিয়ে যাবে শরিক টিডিপি

এবারের লোকসভা নির্বাচনের প্রচারে মুসলিম-সংরক্ষণের বিরোধিতায় সুর সপ্তমে চড়িয়েছিল বিজেপি। কিন্তু কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দলই মুসলিম সংরক্ষণের পক্ষে।

অন্ধ্রপ্রদেশে মুসলিমদের জন্য শিক্ষা ও সরকারি চাকরির মতো ক্ষেত্রগুলিতে সংরক্ষণ থাকছে। শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপি ও জনসেনার শরিক দল তেলুগু দেশম পার্টি নেতা আর রবীন্দ্র কুমার। তিনি সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাঁ, আমরা অন্ধ্রপ্রদেশে মুসলিমদের জন্য সংরক্ষণ চালিয়ে যাব। এতে কোনও সমস্যা নেই।’ এর আগে টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুও বলেন, তাঁর দল অন্ধ্রে মুসলিম-সংরক্ষণ চালিয়ে যাবে। শরিক দল বিজেপি-র পক্ষ থেকে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নিয়ে আপত্তির কথা জানানো হয়েছে। কিন্তু সেই আপত্তিতে নিজেদের পথ থেকে সরছে না টিডিপি। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার চালানোর জন্য টিডিপি, জনতা দল ইউনাইটেডের মতো শরিক দলগুলির সমর্থন জরুরি। এই কারণে বিজেপি-র পক্ষে মুসলিম-সংরক্ষণ ইস্যুতে টিডিপি-র বিরোধিতা করা সম্ভব হচ্ছে না।

অন্ধ্রপ্রদেশে মুসলিম-সংরক্ষণ নিয়ে বিতর্ক

Latest Videos

বিজেপি-র দাবি, তপশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য নির্দিষ্ট সংরক্ষণ থেকে মুসলিমদের আলাদা সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই আপত্তিকে গুরুত্ব দিচ্ছে না টিডিপি। চন্দ্রবাবু বলেছেন, ‘শুরু থেকেই আমরা মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ সমর্থন করে চলেছি। মুসলিম সংরক্ষণের প্রতি আমাদের সমর্থন বজায় থাকবে।’

মুসলিম-সংরক্ষণের বিরোধিতায় বিজেপি

এবারের লোকসভা নির্বাচনের প্রচারে মুসলিম-সংরক্ষণের বিরোধিতায় সরব হন নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতারা। মোদী বলেন, তিনি দলিত, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণের নির্দিষ্ট কোটা কেড়ে নিয়ে ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ দিতে দেবেন না। কিন্তু টিডিপি মুসলিম সংরক্ষণের পক্ষে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলে হয়তো এই ইস্যুতে টিডিপি-র বিরোধিতা করত। কিন্তু এখন পরিস্থিতি বিজেপি-র পক্ষে খুব একটা অনুকূল নয়। ফলে টিডিপি-র বিরোধিতা করা সম্ভব হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Narendra Modi: 'কংগ্রেসের শাহজাদা বলেছিলেন মুসলমানদের সংরক্ষণ দেবেন,' ঝাড়গ্রামের সভা থেকে রাহুলকে তোপ মোদীর

Narendra Modi: 'জীবন থাকতে মুসলমানদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে দেব না', কোটা নিয়ে আবার সরব মোদী

Narendra Modi: 'লিখিতভাবে জানাক ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করবে না,' ইন্ডিয়া জোটকে চ্যালেঞ্জ মোদীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি