গল্ফ কোর্সের মাঠে সাপের মিলন, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়

Published : Mar 12, 2020, 06:37 PM IST
গল্ফ কোর্সের মাঠে সাপের মিলন, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়

সংক্ষিপ্ত

গল্ফ কোর্সের মাঠে দুটি সাপের মিলন ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট ভিডিওটি ৬০০০ এরও বেশি দেখা হয়েছে

বেঙ্গালুরুর বাসিন্দা বসুধা বর্মা নিজের টুইটার হ্যান্ডেলে এমন একটি ভিডিও পোস্ট করেছেন যা রীতিমতো অবাক করার মতো। ৩৫ সেকেন্ডের একটি ভিডিওটতে এমন এক বিরল দৃশ্য ধরা পড়েছে যা বহু মানুষকে অবাক করেছে। বেঙ্গালুরুর একটি গল্ফ কোর্সের মাঠে দুটি সাপের মিলনের এক দৃশ্য ধরা পড়েছে এই ভিডিওটিতে। 

আরও পড়ুন- দিনের আলোয় ভীড় মেট্রো স্টেশনে যৌনতায় মত্ত যুগল, বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন- করোনামুক্ত ভারতের গান একদল মহিলার, ঝড়ের গতিতে ভাইরাল নেট দুনিয়ায়

গল্ফের মাঠের এক শেষপ্রান্তে ঝোপঝাড়ের মধ্যে দুটি সাপকে মিলিত হতে দেখা গিয়েছে। যিনি এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন তিনি বেশ কিছুটা দূরেই ছিলেন। এই ভিডিওটি শেয়ার করে বসুধা বর্মা টুইটারে লিখেছেন, "গল্প কোর্সের নির্জন কোন হয়ে উঠল ডান্স ফ্লোর"। টুইটারে এই পোস্টটি করে তিনি বন দফতরের চারজন আধিকারিকেও এই পোস্টে ট্যাগ করেছেন। যাতে এই বিষয়টি তাঁদের নজরে আসে।

 

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।  এখনও অবধি এই ভিডিওটি ছয় হাজেরেরও বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি অনেকেই নানান মন্তব্য করেছেন। পোস্টে অনেকে আবার এও জানিয়েছেন যে ভিডিওতে যেই সাপ দুটো দেখা যাচ্ছে তা হল রেটল স্নেক। আবার অনেকে সেগুলি গোখরো বলেও মন্তব্য করেছেন।

PREV
click me!

Recommended Stories

মেসির ইভেন্টে সুপার সানডে মুম্বইতে, শচীন জার্সি উপহার দিয়ে লিখলেন 'দিনটা ছিল ১০/১০ '
নিতিন নবীনের নিয়োগ নিয়ে কটাক্ষ বিরোধীদের, কংগ্রেস বলল প্রক্রিয়ার অভাব