জম্মু-কাশ্মীরে জওয়ানের অস্বাভাবিক মৃত্যু, কারণ নিয়ে দেখা দিয়েছে ধন্দ

 

  • সেনা জওয়ানের অস্বাভাবিক মৃত্যু
  • জম্মু- কাশ্মীরে অস্বাভাবিক মৃত্যু
  • নিজের সার্ভিস রিভালবার থেকে গুলি
  • মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য
     

Asianet News Bangla | Published : Jan 18, 2020 10:02 AM IST / Updated: Jan 18 2020, 03:38 PM IST


অস্বাভাবিক মৃত্যু ভারতীয় সেনার এক জওয়ানের। সেনা ক্যাম্পের মধ্যে নিজের সার্ভিস রিভালবার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। ঘটনাস্থল জম্মু-কাশ্মীরের উধমপুর জেলা।

আত্মঘাতী জওয়ানের নাম সিপাহী প্রিন্স কুমার। বছর পঁচিশের প্রিন্স পঞ্জাবের হোশিয়ারপুর এলাকার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে জওয়ানের অস্বাভাবিক মৃত্যু, কারণ নিয়ে দেখা দিয়েছে ধন্দ

উধমপুর জেলার পুলিশ সুপার এসএসপি রাজীব পাণ্ডে জানান, "শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। ১১২ টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত ছিলেন। কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভালবার দিয়ে নিজেকে গুলি করেন তিনি।"

দেখুন ভিডিও: ডুয়ার্সের চাবাগানে মিলল জোড়া শাবক, খাঁচা বন্দি স্ত্রী চিতাবাঘ

"এই ধরণের চরম সিদ্ধান্ত নেওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে। তাঁর দেহ দেশের বাড়িতে পাঠান হয়েছে।" জানান এসএসপি। 

এই বিষয়ে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্তও। ঘটনাস্থলের কাছেই রয়েছে সেনার নর্দান কমান্ডের হেডকোয়ার্টার। 
 

Share this article
click me!