ডুয়ার্সের চাবাগানে মিলল জোড়া শাবক, খাঁচা বন্দি স্ত্রী চিতাবাঘ

চা বাগানের বসতি এলাকায় এবার খোঁজ মিলল চিতাবাঘের শাবকের। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মাল ব্লকের নেওরা নদী চাবাাগানে। এদিকে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বিচ চা বাগানের পাঁচ নম্বর সেকশনে বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়ল মাঝবয়স্ক স্ত্রী লেপার্ড।

Share this Video

চা বাগানের বসতি এলাকায় এবার খোঁজ মিলল চিতাবাঘের শাবকের। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মাল ব্লকের নেওরা নদী চাবাাগানে। বাগানের তিন নম্বর আবাদি এলাকায় চিতাবাঘের দুটি শাবককে দেখতে পান শ্রমিকরা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় ওই বাগানের কুইক রেসপন্স টিম। যান বনদফতরের কর্মীরাও। শাবক দুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বনদফতরের আশা মা চিতাবাঘ এসে শাবক দুটিকে নিয়ে যাবে। 

এদিকে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বিচ চা বাগানের পাঁচ নম্বর সেকশনে বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়ল মাঝবয়স্ক স্ত্রী লেপার্ড। শনিবার সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় বাগানের শ্রমিকরা চিকাবাঘটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখতে পায়। নীলপাড়া রেঞ্জের বনদফতরের কর্মীরা গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে খয়েরবাড়ি নিয়ে যায়। 

Related Video