রাজস্থানে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মোদী। মঞ্চে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বিরোধীদের সমালোচনা করেন মোদী।
রাজস্থানে দাঁড়িয়ে বিরোধী দলগুলিকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি বলেছেন, কিছু মানুষ এতটাই নেতিবাচক যে তারা এই দেশের ভাল কিছুই দেখতে পায় না। শুধুমাত্র বিতর্ক তৈরি করতে চায়। রাজস্থানের নাথদ্বারা শহরে একটি অনুষ্ঠানে মোদী বলেন, সবকিছুই ভোট দিয়ে মাপে। তারা দেশের কথা মাথায় রেখে পরিকল্পনা করতে পারে না। নাম না করে তিনি বিজেপি বিরোধী দলগুলিকে নিশানা করেন। তবে কারও নাম না করেই তিনি হলেন, এই এই জাতীয় মানসিকতার জন্যই দেশের উন্নয়ন আর অগ্রগতি এতদিন ধরে হয়নি। বুধবার রাজস্থানের এই অনুষ্ঠানমঞ্চে অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট।
এদিন মোদীর বক্তব্যের আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যের থমকে থাকা প্রকল্পগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। যার মধ্যে ডুঙ্গারপুর-রতলাম হয়ে বাঁশওয়ারা রেললাইন, করাউলি-সারমাথুরা রেললাইন এবং পূর্ব রাজস্থান খাল প্রকল্পকে জাতীয় মর্যাদা প্রদান। গেহলট আরও বলেন, গণতন্ত্রে বিরোধীদে সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। আর তিনি আশা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে একমত হবেন। তিনি আরও বলেন এভাবে যদি পদক্ষেপ করা হয় তাহলে দেশের শাসক আর বিরোধীরা একই সঙ্গে দেশের জন্য সেবা করতে পারেন।
তবে রাজ্যের অবকাঠামো উন্নয়ন প্রকল্প চালু করার পর ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নাম না করে বিরোধীদেরই আক্রমণ করেন। তিনি বলেন, দেশের কিছু মানুষ এই ধরনের বিকৃত মতাদর্শের শিকার, তারা সবকিছুতেই খারাপ গেখে। দেশে কিছু ভাল হোক তা তারা সহ্য করতে পারে না। সবকিছুতেই তারা বিতর্ক তৈরি করে। তিনি বলেন, যারা সবকিছুতেই খারাপ দেখে তারা স্বার্থপর। রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে চিন্তা করতে পারে না। এদের দেখার ক্ষমতা নেই বলেও সমালোচনা করেন। তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষী রয়েছে যে পুরনো জিনিসের পাশাপাশি নতুন কিছু করার প্রয়োজন রয়েছে। আধুনিক পরিকাঠামোর প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, পর্যাপ্ত সংখ্যক মেডিক্যাল কলেজ তৈরি হলে দেশে চিকিৎসকের অভাব হতে না। প্রতিটি ঘরে যদি আগে থেকেই জলের ব্যবস্থা করা হত তাহলে তাঁর সরকারকে নতুন করে জল জীবন মিশনের মত প্রকল্প নিতে হত না। তিনি আরও বলেন, দূরদৃষ্টি না থাকায় একাধিক প্রকল্প গ্রহণ করা হলেও রাজস্থানের তেমন কোনও উন্নতি হয়নি। রাজস্থান রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের জন্য প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। পাশাপাশি তাঁর সরকার রাজস্থানের উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ করেছে তাও জানিয়ে দেন। তিনি বলেন রাজস্থানের মত মরু রাজ্যে যাতায়াতের জন্য কেন্দ্রের বিজেপি সরকার একাধিক পদক্ষেপ করেছে। পাশাপাশি দেশের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে , যার সুফল রাজ্যের মানু। পাচ্ছে।