Karnataka Election 2023: 'আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জিতব', কর্ণাটকে আশাবাদী ডি কে শিবকুমার

জয় নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। কংগ্রেস শুধু জিতবেই নয় বরং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার প্রতিষ্ঠা করবে বলেও তিনি আস্থা প্রকাশ করেন

Web Desk - ANB | Published : May 10, 2023 8:49 AM IST

কর্ণাটকে বদলের জন্য এইবারের নির্বাচন তরুণ প্রজন্মের কাচে এক দারুণ সুযোগ বলে উল্লেখ করলেন কর্ণাটক কংগ্রেস সভাপতি এবং কনকাপুরা থেকে দলের প্রার্থী ডি কে শিবকুমার। পাশাপাশি জয় নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। কংগ্রেস শুধু জিতবেই নয় বরং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার প্রতিষ্ঠা করবে বলেও তিনি আস্থা প্রকাশ করেন। কমপক্ষে ১৪১টি আসন পাওয়ারও দাবি করেন তিনি। বুধবার তিনি বলেন,'আমি ২০০ শতাংশ আত্মবিশ্বাসী কংগ্রেস দল ১৪১টি আসন জিতবে। আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জিতব।' তিনি আরও বলেন,'আজ তরুণ ভোটারদের কাছে একটি বড় সুযোগ রয়েছে...তাঁরা একটি পরিবর্তনের জন্য ভোট দেবেন...তাঁরা রাজ্যে মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি সম্পর্কে জানেন।' ডি কে শিবকুমারের সংযোজন,'ভোট দেওয়ার আগে গ্যাস সিলিন্ডারের দিকে তাকান। আমি আমার সব নেতাকে বলেছি বুথের বাইরে পেট্রোলের ক্যান রাখতে এবং মালা দিয়ে সাজাতে।'

অন্যদিকে বুধবার সকালে স্ত্রী রাধাবাই খাড়গেকে নিয়ে ভোট দিতে এলেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ভোট দিয়ে বেরিয়ে জয় নিয়ে আশাপ্রকাশ করলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান,'কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে নির্বাচনে জিতবে...আমরা ১৩০-১৩৫ টির বেশি আসন পাব।' অন্যদিকে জয় জয় আশাবাদী গেরুয়া শিবিরও। বেলা ১০টা নাগাদ ভোট দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ওয়েদুরাপ্পা। বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ বিজেপির পক্ষে ভোট দেবে বলেও দাবি করেন তিনি। ওয়েদুরাপ্পা বলেন,'সকাল সকাল ভোট দিন। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে মানুষ বিজেপিকে ভোট দেবে। এ রাজ্যের ৭৫ থেকে ৮০ শতাংশ মানুষ বিজেপিকে সমর্থন করে। আমরা ১৩০ থেকে ১৩৫টি আসন পেতে চলেছি।'

বুধবার সকাল ৭টায় শুরু হয়েছে কর্ণাটকের ২২৪টি আসনের ভোট গ্রহণ। ভোট গ্রহণ হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৫ কোটিরও বেশি ৩১ লক্ষেরও বেশি ভোটার ২৬১৫ জন প্রার্থীর ভাগ্য আগামী পাঁচ বছরের জন্য নির্ধারণ করবেন। ভোট গ্রহণ হবে ৫৮ হাটার ৫৪৫টি পোলিং স্টেশনে। প্রত্যেকটি বুথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্ণাটকে ২৬১৫ প্রার্থীর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২৪৩০ ও মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ১৮৪ জন। তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কর্ণাটকে তরুণ ভোটারের সংখ্যা ১১ লক্ষেরও বেশি। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী ৪ লক্ষেরও বেশি পোলিং কর্মী ভোট প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন।

আরও পড়ুন -

'কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জিতবে' কর্ণাটকে জয় নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে

ভোট গ্রহণের আগে তরুণ প্রজন্মের কাছে বিশেষ আর্জি মোদীর, টুইটবার্তায় জানালেন অনুরোধ

হাড্ডাহাড্ডি লড়াই কর্ণাটকে, কোন জেলায় ভোটার উপস্থিতির হার কত? দেখে নিন

Share this article
click me!