মহাত্মা গান্ধীর আদর্শ থেকে সরছে দেশ, বাপুর জন্মদিনে আক্রমণাত্মক সনিয়া

 

  • বিজেপি ও আরএসএসকে আক্রমণ সনিয়ার
  •  মহাত্মা গান্ধীর আদর্শ থেকে সরছে দেশ
  • কংগ্রেস কেবল মেনে চলছে বাপুর আদর্শ
     

গান্ধীর সার্ধশতবর্ষে সবরবতী আশ্রমে একাধিক কর্মসূচির ঘোষণা করছেন প্রধানমন্ত্রী। আজ থেকে ঠিক ৫ বছর আগে গান্ধীজির স্বপ্ন পূরণ করতে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেছিলেন মোদী।  প্রধানমন্ত্রী বহুবার গান্ধীর আদর্শের কথা টেনছেন। যদিও আগামী ৫ বছরে   গান্ধীর আদর্শ  মেনে কতটা চলবে দেশ তা নিয়ে সন্দিহান  কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। 

গান্ধীর জন্মজয়ন্তীতে বুধবার দিল্লিতে পদযাত্রার আয়োজন করেছিল কংগ্রেস। যাতে অংশ নেন রাহুল গান্ধীও। সেই পদযাত্রার শেষে রাজঘাটে দলীয় কর্মীদের মাঝে বক্তব্য রাখেন সনিয়া। সেখানেই কংগ্রেস সভানেত্রী বলেন, গান্ধীজি যে আদর্শের কথা বলতেন আগামী ৫ বছরে তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে।  গত ৫ বছরে যে সরকার আমারা দেখেছি তা গান্ধীর আদর্শ ভারতকে নাড়িয়ে দিয়েছে।  

Latest Videos

সনিয়া আরও বলেন, গান্ধীর কথা বলা সহজ হলেও সেই পথে চলা খুব কঠিন।  দেশে তাঁর নাম ব্যবহার করে জনপ্রিয়তা পেতে চাইছে একদল মানুষ,  গান্ধীর শিক্ষা থেকে ভারতকে  বিপথগামী করার চেষ্টা হচ্ছে, যদিও তা সফল হবে না। কিছুসংখ্যক মানুষ আরএসএসের মতাদর্শ মেনে গান্ধীকে পিছনে পাঠাতে চাইছেন, এরা গান্ধীকে কখনই বুঝবে না। 

কংগ্রেসই একমাত্র দল যারা গান্ধীর মতাদর্শ মেনে চলছে বলে দাবি করেন সিনয়া। কংগ্রেস জমানায় দেশে সুফলের কথাও এদিন তুলে ধরেন তিনি।  

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে শুভেন্দু, দেখুন সরাসরি
Suvendu Adhikari : স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাংলাদেশের হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন