
রাম মন্দিরের পবিত্রকরণ অনুষ্ঠানের বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে। রামলালার মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে রাম মন্দির ট্রাস্ট। মন্দির ট্রাস্ট বুধবার ঘোষণা করেছে প্রাণ প্রতিষ্ঠা বা ২২ জানুয়ারির রাম লালার মূর্তির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট অতিথিদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হবে বিশেষ উপহার।
মন্দির ট্রাস্টের বিশেষ উপহারঃ
অযোধ্যা রাম মন্দির নির্মাণ ও পরিচালনার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট। এই ট্রাস্ট বলেছে, আমন্ত্রিত অতিথিদের পবিত্র প্রসাদ দেওয়া হবে। পাশাপাশি দেওয়া হয়ে গীতা প্রেস থেকে ছাপা অযোঘ্যা দর্শন বই। এই অনুষ্ঠানের জন্য প্রায় ১ লক্ষ বই ছাপা হয়েছে। গীতা প্রেস জানিয়েছে অযোধ্যা দর্শন বইয়ে শহরের ইতিহাস, প্রাচীন তাৎপর্য, রামায়ণ সম্পর্কিত অধ্যায় ও মন্দিরের বিবরণ থাকবে। পাশাপাশি শহর সম্পর্কিত একাধিক তথ্যও থাকবে।
অযোধ্যা দর্শন বই-
অযোধ্য়া দর্শন বইয়ে প্রচ্ছদ ভগবান রামের একটি ছবি, রাম মন্দিরের ছবি রয়েছে। অভিষেক অনুষ্ঠানের তারিখও লেখা হয়েছে। উপহারের বই গুলিতে অর্থাৎ ১ লক্ষ বইতে সুপ্রিম অফার শিরোনামে গোরখপুরের গীতা প্রেসের একটি নোট থাকবে। বিশিষ্ট অতিথিদের তিনটি করে বইয়ের কপি দেওয়া হবে।
বিশেষ ১০০ অতিথির উপহার
প্রায় ১০০ জন অতিথিকে অযোধ্যা মাহাত্ম্য, গীতা দৈনন্দিনী (গীতা ডায়েরি) ও রামের ওপর লেখা একাধিক প্রবন্ধ সমন্বিত কল্যাণপত্র পত্রিকার একটি বিশেষ সংস্করণও উপহার হিসেবে দেওয়া হবে। কল্যাণ ম্যাগাজিনের বিশেষ সংস্করণটি প্রকাশিত হয়েছিল ১৯৭২ সালে।
অযোধ্যা মাহাত্ম্য বই
গীতা প্রেসের অযোধ্যা মাহাত্ম্য বইতে আর্ট পেপারে ৪৫ পৃষ্ঠার ছবি থাকবে। গীতা প্রেসের ডায়েরিও গুরুত্বপূর্ণ। হিন্দি ও ইংরেজি তারিখ লেখা ডায়েরিতে গীতার শ্লোক থাকবে। উপবাস, উৎসব ও সূর্যদয় ও সূর্যাস্ত সম্পর্কে বিশেষ বিবরণ রয়েছে। এটি জনপ্রিয় হবে বলেও আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ২২ জানুয়ারি উপস্থিত থাকবেন। তার আগে আগামী শনিবার মোদী অযোধ্যা সফর করবেন। এই দিন বিমানবন্দর ও রেল স্টেশন উদ্বোধন করবেন। একটি রোডশো করবেন তিনি।