অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে ৬২ করার পরিকল্পনা চলছে। এপিএনজিও রাজ্যের সভাপতি শিব রেড্ডি এই খবর জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর এই বিষয়ে দৃষ্টিপাত করার আশ্বাস দিয়েছেন। তবে, এই নিয়ম কবে থেকে লাগু হবে তা এখনও স্পষ্ট নয়।
রাজ্য সরকারি কিংবা কেন্দ্রীয় সরকারি কর্মীদের চাকরি থেকে শুরু করে ডিএ কিংবা বেতন বৃদ্ধি সবই বারে বারে আসে খবরে।
210
কর্মীদের চাকরি সংক্রান্ত কোনও সব সময় তৈরি করে হেডলাইন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে চলছে তোড়জোড়।
310
তেমনই কোন রাজ্যের কর্মীরা কত শতাংশ ডিএ পেল তা সব স তৈরি করে খবর। এবার প্রকাশ্যে এল আরও এক বড় খবর।
410
শোনা যাচ্ছে, সরকারি কর্মীদের অবসরের বয়স পরিবর্তন হচ্ছে। আর ৬০-এ অবসর নয়, বাড়ছে বয়স।
510
এবার অবসরের বয়স ৬০ বছর থেকে ৬২ করার পরিকল্পনা চলছে। অন্ধ্রপ্রদেশের সরকার বদল করতে চলেছে এই নিয়ম।
610
এপিএনজিও রাজ্যের সভাপতি শিব রেড্ডি এর সভায় এমনটাই আশ্বাস দেন।
710
তিনি জানান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এই বিষয় দৃষ্টিপাত করতে চলেছে। অবসরের বয়স বৃদ্ধি, মুলতুবি ডিএ, পিআরসি কনিশনে নিয়োগের বিষয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
810
তবে, কবে থেকে এই বিষয় লাগু হবে তা জানান যায়নি। অবসররে বয়স বৃদ্ধি হতে পারে বলে মিলেছে আশ্বাস।
910
এই বিষয়টিকে অনেকে ভোটের আগের প্রতিশ্রুতি বলে মনে করছেন। এখন দেখার বাস্তবে এই নিয়ম লাগু হয় কি না।
1010
এদিকে আবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ হারে পাচ্ছেন ডিএ। শীঘ্রই বাড়বে এই ডিএ। যা ফেব্রুয়ারির শেষে ঘোষণা হবে।