কয়েক মাস আগে গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরে কেঁপে উঠেছিল গোটা দেশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের প্রকাশ্যে বড় বিপত্তি। তবে এবার এয়ার ইন্ডিয়া নয়। রানওয়ে থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই স্পাইসজেট বিমানের সামনের চাকা খুলে গেল। জানা গিয়েছে, শুক্রবার গুজরাটের কালনা বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের সামনের একটি চাকা খুলে যাওয়ার বিষয়টি নজরে আসে বিমানবন্দর কর্মীদেরর। তারপরই তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় বিমানটির।
25
মুম্বই বিমানবন্দরে স্পাইসজেট বিমানের জরুরি অবতরণ
সূত্রের খবর, স্পাইসজেট বিমানের উধাও সামনের চাকা! মুম্বই বিমানবন্দরে স্পাইসজেট বিমানের জরুরি অবতরণ করানো হয়। তবে কীভাবে এই বিপত্তি ঘটল সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে, ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকলে, অনেক সময়েই বিমানে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বিমানের একটি চাকাই খুলে গিয়েছিল। আর সেই ক্ষেত্রে পাইলট অত্যন্ত দক্ষতা ও তৎপরতার সঙ্গে বিমানটিকে অবতরণ করান।
35
উধাও স্পাইসজেট বিমানের সামনের চাকা
জানা গিয়েছে, প্রথমে বিমানবন্দরের কর্মীরা বিমানের চাকা খুলে গিয়েছে সেটি দেখতে পান। দ্রুত তাঁরা সেই চাকা সংরক্ষিত করে অফিসে জানান। কালনা বিমানবন্দর থেকে যোগাযোগ করা হয় মুম্বই বিমানবন্দরের সঙ্গে। ফুল এমার্জেন্সিতে অর্থাৎ সর্বোচ্চ জরুরিকালীন পরিস্থিতিতে ওই বিমানটি মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। অত্যন্ত তৎপরতার সঙ্গে চালক মুম্বই বিমানবন্দরে বিমানটি নামান।
স্পাইসজেট বিমানের মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করলেও যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ। যদিও এই ঘটনায় বিমানে থাকা যাত্রীরা প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। মুম্বই বিমান বন্দরেও বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে।
55
কী বলছে স্পাইসজেট কর্তৃপক্ষ?
এই বিষয়ে স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে যে, গুজরাটের কালনা বিমান বন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নজরে আসে। তারপরই চালককে সতর্ক করে দেওয়া হলে দ্রুত তৎপরতার সঙ্গে তিনি বিমানটি মুম্বই বিমান বন্দরে অবতরণ করেন। ফলে কোনও রকম দুর্ঘটনা ঘটেনি। এড়ানো গিয়েছে বড়সড় বিপত্তি। যাত্রীরা সকলেই নিরাপদ ও সুস্থ রয়েছেন। বিমান পরিষেবাও স্বাভাবিক।