Spotify: পডকাস্টের মাধ্যমে মাদকের প্রচার! গ্রাহকদের তোপের মুখে স্পটিফাই

Published : May 18, 2025, 10:13 PM ISTUpdated : May 18, 2025, 10:36 PM IST
Spotify

সংক্ষিপ্ত

Spotify Podcasts: সারা বিশ্বে এখন জনপ্রিয় হয়ে উঠেছে পডকাস্ট। অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে নানা ধরনের পডকাস্ট প্রচারিত হয়। কিন্তু এবার এক পডকাস্ট ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

Spotify Fake Podcasts: ভুয়ো পডকাস্টের (Fake Podcasts) মাধ্যমে মাদকের প্রচার করে তোপের মুখে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাই (Spotify)। সারা বিশ্বে জনপ্রিয় এই প্ল্যাটফর্মের গ্রাহকরা ক্ষুব্ধ। তাঁরা প্রশ্ন তুলছেন, কীভাবে একাধিক ভুয়ো পডকাস্ট প্রচার করতে দেওয়া হল। এই প্ল্যাটফর্মে ভুয়ো পডকাস্ট চিহ্নিত করার জন্য বিশেষ পদ্ধতি আছে বলে জানা গিয়েছিল। কিন্তু এবার সেই ব্যবস্থা কাজ করল না কেন, সেই প্রশ্ন তুলছেন গ্রাহকরা। যাঁরা এই ভুয়ো পডকাস্ট শুনেছেন তাঁরা জানিয়েছেন, জানাক্স (Xanax), অক্সিকোডোন (Oxycodone), ট্রামাডলের (Tramadol) মতো মাদকের প্রচার করা হয়েছে। এই পডকাস্টগুলি শিরোনাম ছিল, 'মাই অ্যাডেরাল স্টোর' (My Adderall Store), 'এক্সট্রাফার্মা ডট কম।' একাধিক পর্বের মাধ্যমে মাদকের প্রচার করা হয়েছে। যে ওয়েবসাইটের মাধ্যমে মাদক বিক্রি করা হয়, তারও প্রচার করা হয়েছে।

কেন ভুয়ো পডকাস্ট চিহ্নিত করতে পারল না স্পটিফাই?

স্পটিফাই প্ল্যাটফর্মে ভুয়ো পডকাস্ট চিহ্নিত করার জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। কোনও পডকাস্ট ভুয়ো মনে হলেই সরিয়ে দেওয়া হয়। কিন্তু মাদক সংক্রান্ত এই পডকাস্ট চিহ্নিত করা বা সরিয়ে দেওয়া হয়নি। এর ফলে সারা বিশ্বের গ্রাহকরা সেগুলি শুনেছেন। তরুণ প্রজন্মের মধ্যে স্পটিফাইয়ের জনপ্রিয়তা তুঙ্গে। তাদেরই নেশার কবলে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এই কারণেই সারা বিশ্বের গ্রাহকরা ক্ষুব্ধ। শুধু তাই নয়, এভাবে মাদকের প্রচার অনুমোদন করায় আইনি সমস্যাতেও পড়তে পারে স্পটিফাই

বিতর্কের মুখে কী বলছে স্পটিফাই?

বিশ্বজুড়ে বিতর্কের মুখে এখন সাফাই দেওয়ার চেষ্টা করছে স্পটিফাই। এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'যে ধরনের বিষয়বস্তু আমাদের নিয়ম-নীতি লঙ্ঘন করছে, সেগুলি চিহ্নিত করে সরিয়ে দেওয়া হচ্ছে।' কিন্তু এক্ষেত্রে কেন করা গেল না, সেই প্রশ্ন তুলছেন গ্রাহকরা। এর আগেও স্পটিফাই প্ল্যাটফর্মেই মাদকের প্রচার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ধরনের বিষয়বস্তু চিহ্নিত করে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে
জনগণনা ২০২৭: ৩০ লক্ষ কর্মী, ১১,৭১৮ কোটি টাকা বাজেট, বিশ্বের বৃহত্তম সমীক্ষা