প্রতি মাসে বিনিয়োগ করুন এই টাকা! আপনার সন্তান হয়ে উঠবে কোটি টাকার মালিক

Published : Jan 28, 2025, 12:18 PM IST

সরকারি এই প্রকল্পে বিনিয়োগ করলেই সন্তান হবে কোটিপতি

PREV
110

সেই কারণেই বাবা-মায়েরা কন্যা সন্তানের শিক্ষাকে উন্নত করার বিষয়ে ছোট থেকেই অর্থ সঞ্চয় করেন।

210

আর পরিবারে কন্যা সন্তান জন্ম হলেই বাবা-মায়ের চিন্তা থাকে মেয়ের শিক্ষা স্বাস্থ্য, সেই সঙ্গে চাকরি ও বিবাহের।

310

এই প্রকল্পের আওতায় মেলে ভালো সুদ। তবে মধ্যবিত্ত হলেও মেয়েকে কোটিপতি করতে এই প্রকল্পে কত টকা রাখতে হবে।

410

কন্যা সন্তান লালন পালনের জন্য মধ্যবিত্ত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে একটি প্রকল্প চালু করা হয়েছে যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা।

510

বিভিন্ন জায়গায় বিনিয়োগ না করে সরকারের দেওয়া এই প্রকল্পে বিনিয়োগ করুন।

610

বাবা-মায়ের চিন্তা থাকে মেয়ের শিক্ষা স্বাস্থ্য, সেই সঙ্গে চাকরি ও বিবাহের বিষয়ে। এই প্রতিটি স্তরেই মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের চিন্তা করতে হয়।

710

যাতে সন্তান বড় হলে তাঁর চাকরি বিবাহ নিয়ে চিন্তা না করতে হয়। এই কারণেই তারা বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগও করে রাখেন।

810

যারা সন্তানকে কোটিপতি বানাতে চান তারা মেয়ের নামে প্রতি মাসে ১২৫০০ টাকা করে বিনিয়োগ করুন সুকণ্যা সমৃদ্ধি যোজনায়।

910

ফলে সন্তানের ২১ বছর বয়স হলেই একটি ৮০ লাখের রিটার্ন পাবেন।

1010

যা মধ্যবিত্তের ঘরে একটি বড় অঙ্ক। এছাড়া এই প্রকল্প আয়কর মুক্ত।

click me!

Recommended Stories