৭% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ল এই কেন্দ্রীয় সরকারি কর্মীদের!
511
কেন্দ্রের দেখানো পথে হেঁটে বিগত কয়েক সপ্তাহে একাধিক রাজ্যের সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে।
611
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা অবশ্য এখনও এই নিয়ে কোনও সুখবর পাননি।
711
এর মাঝেই জানা যাচ্ছে, যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) পঞ্চম ও ষষ্ট বেতন কমিশনের অধীন বেতন পান, তাঁদেরও মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে।
811
যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের অধীন বেতন পান, সম্প্রতি তাঁদের ১২% ডিএ (DA) বাড়ানো হয়েছে। ফলে বর্তমানে তাঁদের মহার্ঘ ভাতা হয়েছে ৪৫৫%।
911
অন্যদিকে ষষ্ট বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৭% বাড়িয়ে ২৪৬% করা হয়েছে।
1011
এদিকে সাধারণত কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মীদের বছরের দু’বার ডিএ বাড়ানো হয়। চলতি বছর দু’বার বাড়িয়ে দেওয়া হয়েছে।
1111
এবার শোনা যাচ্ছে, আগামী বছর জানুয়ারি মাস থেকে ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। এবার কত শতাংশ হারে বাড়ানো হতে পারে, ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা।