রবিবার হিমাচলের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু

Published : Dec 11, 2022, 06:25 PM IST
Sukhwinder Singh Sukhu

সংক্ষিপ্ত

হিমাচলের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু। এই অনুষ্ঠানে তার ডেপুটি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কংগ্রেস দলীয় নেতা মুকেশ অগ্নিহোত্রী।

হিমাচলের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু। হিমাচল নির্বাচনে এবার কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা থেকেই গেছিলো। অবশেষে সব জল্পনা কাটিয়ে মুখ্যমন্ত্রীর আসনে সুখু।আজ সর্বসমক্ষে অফিসিয়ালি তার দায়িত্ব গ্রহণের দিন। তিনি ছাড়াও রবিবার এই অনুষ্ঠানে তার ডেপুটি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কংগ্রেস দলীয় নেতা মুকেশ অগ্নিহোত্রী।

শপথগ্রহণ অনুষ্ঠানে বসেছিল কংগ্রেস নেতাদের চাঁদের হাট।শপথগ্রহণের সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে সহ রাজ্য রাজনীতিতে সুখুর প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত হিমাচল প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রতিভা সিংহও। এছাড়াও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

সবার উপস্থিতিতে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এই দুজনকে শপথবাক্য পাঠ করান।নাদৌনের চারবারের বিধায়ক সুখু সম্প্রতি হাওয়া বিধানসভা নির্বাচনে নির্বাচনী প্রচার কমিটির প্রধান হিসেবে দলীয় সদস্যদের দ্বারা নির্বাচিত হন।

বহু বছর পর বীরভদ্র সিংহ এবং তাঁর পরিবারের বাইরে কেউ হিমাচলে কংগ্রেসের টিকিটে জিতে মুখ্যমন্ত্রী হলেন। গুজরাটে শোচনীয় ব্যর্থতার পর হিমাচলের জয় কংগ্রেসের মুখরক্ষা করেছিল। কিন্তু দলের মধ্যেই মুখ্যমন্ত্রী পদের একাধিক দাবিদার তৈরি হওয়ায় অস্বস্তিতে পড়তে হয় কংগ্রেসকে। বীরভদ্রের স্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা প্রয়াত স্বামীর স্মৃতি উস্কে দিয়ে মুখ্যমন্ত্রী পদে তাঁকে বা তাঁর বিধায়কপুত্র বিক্রমাদিত্যকে বসানোর দাবি জানান। কিন্তু কংগ্রেস হাইকম্যান্ডের তরফে সুখুর নামেই সিলমোহর দেওয়া হয়।

সে দিনের এই অনুষ্ঠানে সুখু জানান যে তিনি খুব খুশি এই ভেবে যে সাধারণ পরিবার থেকে এসে তিনি হিমাচলের মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। এমনকি তাকে সুযোগ দেওয়ার জন্য কংগ্রেস পার্টি এবং গান্ধী পরিবারকে কৃতজ্ঞতাও জানান তিনি।

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের