Summer 2024: মানুষের জন্যই বাড়ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন, বদলা নিচ্ছে প্রকৃতি

অত্যন্ত উষ্ণ বছর ছিল ২০০২। কিন্তু ২০২৪ অতীতের সব রেকর্ড চুরমার করে দিচ্ছে। এ বছর যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে, তাতে আশঙ্কিত হয়ে পড়েছেন পরিবেশবিদরা।

টানা এক বছর ধরে প্রতি মাসই তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ে চলেছে। গত ১২ মাস ধরে বেড়ে চলেছে তাপমাত্রা। প্রতি মাসই নতুন রেকর্ড গড়েছে। যেদিন থেকে তাপমাত্রা নথিবদ্ধ করা শুরু হয়েছে, তারপর থেকে এর আগে কখনও এভাবে তাপমাত্রা বৃদ্ধি দেখা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অধীনস্থ গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের গবেষকরা জানিয়েছেন, গত ১২ মাসে সারা বিশ্বের গড় তাপমাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। অতীতে কখনও এই ঘটনা দেখা যায়নি। এ বছরের মে-তে যে তাপমাত্রা ছিল, তা অতীতে কোনওবারই দেখা যায়নি। এবারই উষ্ণতম মে মাস ছিল। জুনের তাপমাত্রাও বেড়ে চলেছে। এ মাস শেষ হলে বোঝা যাবে তাপমাত্রা কোথায় পৌঁছল। তবে বিভিন্ন জায়গায় যেভাবে তাপপ্রবাহ চলছে, তাতে নতুন রেকর্ড গড়তে পারে জুন মাস।

কেন বাড়ছে তাপমাত্রা?

Latest Videos

গবেষকরা জানিয়েছেন, মানুষের জন্যই গ্রিনহাউস গ্যাস নির্গমন বেড়ে চলেছে। মূলত এর ফলেই ধারাবাহিকভাবে তাপমাত্রা বেড়ে চলেছে। গত চার দশক ধরেই এই প্রবণতা দেখা যাচ্ছে। গত ১০ বছর ধরেই নতুন রেকর্ড গড়ে চলেছে তাপমাত্রা। প্রতি বছরই আগের বছরের রেকর্ড ভেঙে দিচ্ছে। উনিশ শতকের শেষদিকে তাপমাত্রা নথিবদ্ধ করা শুরু হয়। তারপর থেকে কখনও এত গরম দেখা যায়নি। অতীতের যাবতীয় রেকর্ড ছাপিয়ে যেতে চলেছে ২০২৪।

চরম বিপদের মুখে বিশ্ব

নাসার মুখ্য বিজ্ঞানী ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা কেট কেলভিন জানিয়েছেন, ‘আগামী দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে চলেছে। আরও উষ্ণ মাস, আরও উষ্ণ বছর আসতে চলেছে। আমরা জানি, আমাদের গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলেই তাপমাত্রা বেড়ে চলেছে। এর ফলে সারা বিশ্বে মানুষ ও বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়ছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Weather News: তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা! কবে বাংলায় ঢুকবে বর্ষা? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

আর দুদিনের অপেক্ষা, তারপর থেকেই ঝেঁপে বৃষ্টি জেলায়, কিন্তু গরম কি আদৌও কমবে?

কমবে গরম-চলতি সপ্তাহেই নামবে বৃষ্টি, তারিখ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি