ফের প্রকাশ্যে এল নয়া তথ্য। গরম ছুটি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। এবার মিলল আরও এক চমকপ্রদ খবর।
এবছর প্রায় সব রাজ্যেই নির্ধারিত সময়ের আগে স্কুলগুলোতে ছুটি পড়ে গিয়েছে। তাই কবে স্কুল খুলবে এই নিয়ে জল্পনার অন্ত ছিল না।
এবার ফের স্কুল খোলার বিষয় নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। বেড়ে গেল স্কুলের ছুটির দিন। তাও এক সপ্তাহ ছুটি বাড়াল স্কুলগুলো।
এবার রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলো ৭ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। স্কুল খুলবে ১৭ জুলাই।
১৭ জুলাই স্কুলগুলো পুনরায় খোলা হবে বলে জানিয়ে দিল শিক্ষা দফতর। এমনই জানিয়ে দল সরকার।
এই নিয়ম চালু হচ্ছে জম্মু ও কাশ্মীরের স্কুলগুলোতে। সেখানে ৭ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।
এদিকে উত্তর প্রদেশে স্কুল খুলবে ৩০ জুন থেকে। রাজস্থানে স্কুল খুলছে ১৬ জুন থেকে। পঞ্জাবে স্কুল খুলবে ৩০ জুন থেকে। হরিয়ানাতেরও স্কুল খুলবে একই দিনে।
মহারাষ্ট্র এবং গুজরাটে স্কুল খোলার কথা ৯ জুন এবং ৪ জুন থেকে। তেমনই দিল্লিতে স্কুল খোলার কথা ৩০ জুন থেকে।
এদিকে বাংলায় স্কুল খুলছে আগামী কাল অর্থাৎ ২ জুন থেকে।
অনেকেই আশা করছেন এই ছুটি বাড়তে পারে। তবে, আপাতত কোনও ছুটি বৃদ্ধির খবর আসেনি প্রকাশ্যে।
Sayanita Chakraborty