LPG Gas price: দারুণ সুখবর! মাসের শুরুতে ফের কমে গেল LPG গ্যাসের দাম, জেনে নিন নতুন দাম কত

Published : Jun 01, 2025, 11:28 AM ISTUpdated : Jun 01, 2025, 11:32 AM IST

LPG Gas price: মাসের শুরুতে স্বস্তির খবর, কমল গ্যাসের দাম। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল, যার ফলে স্বস্তি মিলল সাধারণ মানুষের।

PREV
110

মাসের শুরুতে স্বস্তির খবর। এই মূল্যবৃদ্ধির বাজারে কমল গ্যাসের দাম। মাসের পয়না তারিখে স্বস্তির খবর পেলেন দেশবাসী।

210

ক্রমাগত মূল্যবৃদ্ধিতে জেরবার অবস্থা সকলের। এই সময় মিলল বিরাট খবর।

410

রবিবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ২৪ টাকা। কলকাতায় দাম একধাক্কায় দাম কমেছে সাড়ে ২৫ টাকা।

510

১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। পরপর দুমাস দাম কমে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের গাম এসে দাঁড়াল ১ হাজার ৮২৬ টাকা।

610

আজ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কম দিতে হবে গ্রাহকদের।

710

সদ্য তেল বিপণন সংস্থাগুলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। যদিও ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।

810

প্রসঙ্গত বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়। এই সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে।

910

সব মিলিয়ে মধ্যবিত্তের জন্য সুখবর। এবার থেকে কম ব্যয় করতে হবে গ্যাস কিনতে হলে।

1010

তবে, ১৪ কেজি ভর্তুকিহীন রান্না গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। এবার উপকৃত হবেন ব্যবসায়ীরা।

Read more Photos on
click me!

Recommended Stories