প্রতি বছর প্রায় ১ মাস ধরে থাকে গরমের ছুটি। তীব্র গরম থেকে বাচ্চাদের রক্ষ করতে নির্দিষ্ট কিছু দিন স্কুলের পঠন-পাঠন বন্ধ করা হয়।
শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের সমস্ত রাজ্যেই পড়ে গরমের ছুটি। কোথাও মে মাসে তো কোথাও জুন মাসে পড়ে ছুটি।
বাংলায় মে মাসের ৯ তারিখ নাগাদ ছুটি শুরু হয়েছিল। ২ জুন থেকে খুলেছে স্কুলগুলো। বর্তমানে স্কুলেই চলছে পঠন পাঠন।
এবার রাজ্যে জারি হল বিজ্ঞপ্তি। জানা যাচ্ছে, আজ ৭ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল।
রাজ্যের সকল স্কুলে শুরু হচ্ছে ছুটি। যা চলবে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। সরকারি ও বেসরকারি সমস্ত স্কুলই বন্ধ থাকবে।
আবার ১৭ জুলাই থেকে পুনরায় খুলবে সরকারি ও বেসরকারি সমস্ত স্কুল।
এই ছুটি শুরু হচ্ছে বাংলা নয়। বরং জম্মু ও কাশ্মীরের স্কুলগুলোতে। সেখানে ৭ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।
এদিকে উত্তর প্রদেশে স্কুল খুলবে ৩০ জুন থেকে। রাজস্থানে স্কুল খুলছে ১৬ জুন থেকে। পঞ্জাবে স্কুল খুলবে ৩০ জুন থেকে। হরিয়ানাতেরও স্কুল খুলবে একই দিনে।
মহারাষ্ট্রে ৯ জুন থেকে স্কুল খুলছে। গুজরাটে স্কুল খুলে গিয়েছে ৪ জুন থেকে। তেমনই দিল্লিতে স্কুল খোলার কথা ৩০ জুন থেকে।
বাংলা চলছে স্কুল। সমস্ত সরকারি স্কুলে খুলেছে ২ তারিখ থেকে। অনেকেই আশা করেছিলেন ছুটি বাড়বে। কিন্তু বাস্তবে তা বাড়েনি।
Sayanita Chakraborty