- Home
- West Bengal
- West Bengal News
- Summer Vacation: ফের বাড়ছে গরমের ছুটি! গরম ও করোনার জেরে সিদ্ধান্ত বদলে নিতে পারে রাজ্য সরকার, কখন হবে ঘোষণা?
Summer Vacation: ফের বাড়ছে গরমের ছুটি! গরম ও করোনার জেরে সিদ্ধান্ত বদলে নিতে পারে রাজ্য সরকার, কখন হবে ঘোষণা?
গরমের ছুটি ৩১ মে শেষ হলেও, তীব্র গরমের জন্য স্কুল ছুটি বাড়ানোর দাবি উঠছে। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণেও ছুটি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

৩১ মে পর্যন্ত পড়েছে গরমের ছুটি। এরপর ২ জুন থেকে স্কুলে গিয়েছে সমস্ত স্কুল। কিন্তু কোথায় বর্ষা? এখনও গরম বাড়ছে দাপিয়ে, তবে কি স্কুল ফের বন্ধ হবে।
প্রথম থেকেই বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে যে গরমের ছুটি বাড়বে। তবে কি ফের বাড়ছে গরমের ছুটি?
১৫ জুন পর্যন্ত নাকি স্কুলের ছুটি বহাল থাকবে। এমনই দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে।
তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে স্কুল ছুটির কোনও ঘোষণা করা হয়নি। তাই সোমবার থেকেই শুরু হয়ে যাবে স্কুলের পঠনপাঠন।
নিম্নচাপের কারণে ভয়ঙ্কর হারে বেড়েছে তাপমাত্রা। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এর মধ্যে স্কুলে গিয়ে কাহিল বাচ্চারা।
গরমে হাঁশফাঁস করার মতো অবস্থা। কিন্তু কীভাবে স্কুল করবে ছোট বাচ্চারা তাই নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা।
অন্যদিকে বাড়ছে করোনা সংক্রমণও। তাই ফের বেড়ে যেতে পারে স্কুলের গরমের ছুটি। তবে এখনও স্কুল শিক্ষা দফতর থেকে কোনও ছুটির ঘোষণা করা হয়নি ।

