‘গণতান্ত্রিক দেশে সকলেরই সমান দৃষ্টিভঙ্গি থাকা জরুরি নয়’, সংবাদ চ্যানেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিল সুপ্রিম কোর্ট

Published : Apr 05, 2023, 03:40 PM IST
Justice DY Chandrachud, Supreme Court, Aadhaar

সংক্ষিপ্ত

কেউ দেশের সরকারের সমালোচনা করা মানেই তার অর্থ দেশের বিরোধিতা করা নয়, সংবাদ চ্যানেলের স্বাধীনতার পক্ষে এমনই রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 

‘একটা গণতান্ত্রিক দেশে আর্থ-সামাজিক রাজনীতি থেকে শুরু করে রাজনৈতিক মতাদর্শের ইস্যুতে সমজাতীয় দৃষ্টিভঙ্গি গণতন্ত্রের জন্য বড় বিপদ ডেকে আনবে’, সংবাদ চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করায় কেন্দ্রের উদ্দেশ্যে এমনই মত দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য, সরকারের সমালোচনা করা দেশবিরোধিতা নয়। সম্প্রতি একটি মালয়ালম ভাষার সংবাদ চ্যানেলের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার বিরোধিতার অভিযোগ তুলে সেটির সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। এই নির্দেশ বহাল রেখেছিল কেরল হাইকোর্টও। বুধবার সুপ্রিম কোর্ট সেই অভিযোগ একেবারেই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, এর ফলে, ওই চ্যানেলটি আবার নিজেদের সম্প্রচার চালু করতে পারবে।

‘কোনও হালকা উড়ো দাবি নিয়ে চ্যানেলের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তাভঙ্গের অভিযোগ করা যায় না, এর সমর্থনে বস্তুগত তথ্য থাকতে হবে’, বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্দেশে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি জানান, “সরকারের নীতির সমালোচনা করলেই কাউকে প্রতিষ্ঠান বিরোধী কিংবা সরকার বিরোধী বলা যায় না।” শক্তিশালী গণতন্ত্রের জন্য যে স্বাধীন সংবাদমাধ্যমের প্রয়োজন, তা-ও স্পষ্ট করে দেয় সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি আরও বলেন, ‘জনগণের অধিকারকে অস্বীকার করে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তোলা ঠিক নয়। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শিষ্টাচারের বিরুদ্ধে গিয়ে এই প্রসঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে।’

কেরল হাই কোর্ট টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করার নির্দেশ বহাল রাখার পরই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। চ্যানেলটির সম্পাদক প্রমোদ রামন এবং কেরলের একটি সাংবাদিক সংগঠনও আলাদা করে মামলা দায়ের করেছিল। জাতীয় নিরাপত্তার কথা বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চ্যানেলটির লাইসেন্স পুনর্নবীকরণে অনুমতি দেয়নি। কেরল হাই কোর্ট কী ভাবে কেবল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আদালতে জমা দেওয়া মুখবন্ধ খামে থাকা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিল, তা নিয়েও সোমবার প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-

খুন হওয়ার আগে লতিফ আর ব্রতীনের সঙ্গে হোটেলের ঘরে কীসের মিটিং করেছিলেন রাজু ঝা? ড্রাইভারের বয়ানে রহস্যের খোঁজ
চলন্ত ট্রেনে মা-বাবা সহ শিশুর গায়ে আগুন, কেরলের হিংসার ঘটনায় মহারাষ্ট্রের রত্নাগিরি স্টেশন থেকে গ্রেফতার যুবক
Sikkim News: যুদ্ধকালীন তৎপরতায় বরফের পুরু চাদর ভেদ করে সিকিমে চলছে উদ্ধারকাজ, বাংলার ২ পর্যটকের মৃত্যু

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল