Stampede at Mansa Devi Haridwar: হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ভয়ঙ্কর দুর্ঘটনা। জল ঢালতে গিয়ে ঠেলাঠেলিতে পদপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ছয়জন। কী কারণে এই দুর্ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Stampede at Mansa Devi Haridwar: পুজো দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনার বলি অন্তত ৬ পূর্ণ্যার্থী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিদ্বারের মনসাদেবী মন্দিরে। জানা গিয়েছে, মন্দিরের ভিতরে প্রার্থনার সময় চরম বিশৃঙ্খলার জেরে এই ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পদপৃষ্টে ছয়জন পূর্ণ্যার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হরিদ্বারের গাদওয়াল জেলার পুলিশ কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে। অত্যাধিক ভিড়ের কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে নিকটবর্তী হাসপাতালে। যদিও কী কারণে এই দুর্ঘটনা ঘটল সেই বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য মেলেনি। তবে মনে করা হচ্ছে, কারেন্টের তার ছিঁড়ে পড়ার খবরে হুড়োহুড়িতে এই পদপৃষ্টের ঘটনাটি ঘটেছে। এদিকে শ্রানণ মাসের কাঁওয়ার যাত্রা উপলক্ষে হরিদ্বারের মন্দিরগুলিতে এমনিতেই এখন প্রচুর ভিড়। তার উপর শ্রাবণ মাসে জল ঢালার কারণে ভিড় আরও বাড়ছে। সেই কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান।

Scroll to load tweet…

আরও জানা গিয়েছে যে, রবিবার, বিপুল সংখ্যক ভক্ত মনসা দেবী মন্দিরে জল উৎসর্গ করতে এসেছিলেন। প্রবল বৃষ্টির মধ্যে মন্দিরের চূড়ায় ওঠার সময়, একটি বিদ্যুতের তার ভেঙে পড়ে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পদদলিত হয়ে ছয়জন নিহত হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত মন্দিরে উপস্থিত হয় স্থানীয় পুলিশ প্রশাসন। বর্তমানে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা হয়েছে। এবং আহত ভক্তদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।