Cyber Crime: ফের সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে বড় সাফল্য কলকাতা পুলিশের। বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার সামগ্রী। গ্রেফতার ৪। বিশদে জানতে পড়ুন সম্পূ্র্ণ প্রতিবেদন… 

Kolkata News: বার-বার সতর্ক করা সত্ত্বেও কিছুতেই ঠেকানো যাচ্ছে না সাইবার প্রতারণার মতো ঘটনা। শহরে ফের সাইবার প্রতারণার শিকার যুবক। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার ৪। উদ্ধার লক্ষাধিক টাকার সামগ্রী। জানা গিয়েছে, গার্ডেনরিচ থানায় দায়ের হওয়া সাইবার প্রতারণার মামলায় (কেস নম্বর ১৯৭, তারিখ ১৮.০৭.২০২৫, ধারা ৩১৮(৪)/৩১৯(২)/৩৩৬(৩)/৩৩৬(৪)/৩৪০(২)/৬১(২) বি.এন.এস., ২০২৩) বড়সড় সাফল্য পেল পোর্ট ডিভিশনের সাইবার সেল ও গার্ডেনরিচ থানার যৌথ তদন্তকারী দল। গার্ডেনরিচ থানার সাইবার সেলের অভিযানে গ্রেফতার ৪, উদ্ধার লক্ষাধিক টাকার সামগ্রী।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী সন্দীপ কুমার আগরওয়াল (৩২), বাসিন্দা আলিফ নগর, গার্ডেনরিচ, জানান যে, গত ১১ জুলাই পূর্বে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অ্যাক্সিস ব্যাঙ্কের নামে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে তাতে গ্রাহক পরিষেবার নম্বর (৬২৮৭২০৯২৩৬) দেয়। অভিযোগকারী সেই নম্বরে ফোন করলে ফোন রিসিভকারী নিজেকে শাখা ব্যবস্থাপক বলে দাবি করে এবং একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাঠিয়ে অভিযোগকারীর মোবাইল হ্যাক করে নেয়। এর পরপরই ইউনিয়ন ব্যাঙ্ক, বরাতলা শাখায় থাকা তার ক্রেডিট অ্যাকাউন্ট থেকে একাধিক লেনদেনের মাধ্যমে মোট ₹১,১৮,৪১০ টাকা তুলে নেওয়া হয়।

তদন্তে জানা যায়, প্রতারক চক্র এই টাকা দিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় দামি ইলেকট্রনিক সামগ্রী কিনে তা বিক্রি করত। চক্রের যোগসূত্র জামতারা (ঝাড়খণ্ড) এবং কলকাতা—দুটো জায়গাতেই ছিল। অতিরিক্ত ডিসি (পোর্ট) মেহতাব আলম ও অতিরিক্ত ওসি নাদিম আখতারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। দীর্ঘ নজরদারি ও পরিকল্পনার পর ২৬ ও২৭ জুলাই রাতে একাধিক স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম হল- 

1. মোঃ আরিফ খান (২৬)। গার্ডেনরিচ থানার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। উদ্ধার ০৪টি মোবাইল, একটি স্কুটি, বাড়ি থেকে আরও ২টি মোবাইল, একটি ট্যাব, ০৩টি রিস্ট ওয়াচ, ০৬টি পাওয়ার ব্যাংক বাজেয়াপ্ত করে পুলিশ।

2. রাজা হাতি (২৮) — লেকটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ১৪টি মোবাইল ফোন।

3. মোঃ আহসান আলি ওরফে কৈফ (২১) — লেকটাউন থেকে গ্রেফতার। উদ্ধার ৯টি মোবাইল, বাড়ি থেকে আরও ৩টি মোবাইল। ২টি ব্লুটুথ স্পিকার, ২টি পাওয়ার ব্যাংক, একটি হেডফোন এবং ₹২.৫ লক্ষ নগদ টাকা। 

4. বিকাশ কুমার (২৪) — পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার। উদ্ধার ৭টি মোবাইল ফোন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে মোট ৩৯টি মোবাইল ফোন। ৮টি পাওয়ার ব্যাংক, ৩টি রিস্টওয়াচ, ১টি ট্যাব, ২টি ব্লুটুথ স্পিকার, ১টি হেডফোন, ১টি স্কুটি এবং ২.৫ লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মোট বাজারমূল্য প্রায় ১৫ থেকে ১৭ লক্ষ টাকার মধ্যে। অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হবে। টাকা কোথায় গেল এবং বাকিদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।