আরাবল্লী পর্বতের 'সংজ্ঞা' নির্ধারণ এখনই নয়, পূর্ববর্তী রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Published : Dec 29, 2025, 03:10 PM IST

Supreme Court On Aravalli: আরাবল্লী মামলায় এবার বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আরাবল্লী পাহাড়ে সংজ্ঞা নিয়ে কী বলল দেশের শীর্ষ আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
সুপ্রিম কোর্টে আরাবল্লী মামলা

আরাবল্লী পর্বতের সংজ্ঞা নির্ধারণ বা পূর্ববর্তী রায় এখনই কার্যকর করা যাবে না। সোমবার আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত মামলায় এমনটাই জানিয়ে দিলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ। জানা গিয়েছে আরাবল্লী পর্বতের সংজ্ঞা নির্ধারণের ফলে পরিবেশের ওপর তা কী প্রভাব ফেলছে জানতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। 

25
কী বলছে সুপ্রিম কোর্ট?

জানা গিয়েছে, সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে আরাবল্লী মামলা শুনানির জন্য ওঠে। বর্তমানে সুপ্রিম কোর্টে বড়দিনের ছুটি চলছে। তবে অবকাশকালীন বেঞ্চ খোলা রয়েছে। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসীহর বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানেই পূর্বের নির্দেশ স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় শীর্ষ আদালত।

35
মামলার পরবর্তী শুনানি কবে?

সূত্রের খবর,  আরাবল্লী পর্বতমালার সংজ্ঞা ও তা পরিবেশের জন্য কী কী ক্ষতিকর প্রভাব ফেলছে তা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পাশাপাশি মামলার পরবর্তী শুনানি হবে আগামী জানুয়ারি মাসের ২১ তারিখ। সেদিনই ঘোষিত হবে আরাবল্লী নিয়ে চূড়ান্ত রায়। 

45
আরাবল্লী বিতর্ক

চলতি বছরের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই আরাবল্লীর সংজ্ঞা নির্ধারণ নিয়ে একটি রায় দিয়েছিলেন। সেই সময় বলা হয়েছিল যে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ১০০ মিটারের বেশি হলে তবেই সেই পাহাড়কে অরাবল্লী পাহাড়শ্রেণির অংশ বলা যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, বরং আশপাশের এলাকার চেয়ে ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূখণ্ডই কেবলমাত্র অরাবল্লী পাহাড় বলে গণ্য হবে। জানা গিয়েছে, কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু মন্ত্রকের এই সংজ্ঞাতেই সিলমোহর দেয় দেশের শীর্ষ আদালত। তারপরও থামছে না আরাবল্লী নিয়ে বিতর্ক। 

55
সুপ্রিম কোর্টে আরাবল্লী সংরক্ষণের দাবি

যদিও তৎকালীন প্রধান বিচারপতির দেওয়া এই রায় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আরাবল্লীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশপ্রেমীরা। সূত্রের খবর, আরাবল্লী নিধন নয়। বরং তা সংরক্ষণের দাবিতে হরিয়ানা-রাজস্থানজুড়ে শুরু হয় বিক্ষোভ। কারণ, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এতদিন যে ভূখণ্ডকে আরাবল্লী পাহাড়শ্রেণি বলে গণ্য হয়ে এসেছে, তার ৯০ শতাংশই আর পরিবেশ সংরক্ষণ বিধির অধীনে সুরক্ষাযোগ্য থাকবে না। ফলে নির্বিচারে তা নিধন হয়ে যাবে। প্রশ্নের মুখে পড়বে এই সব অঞ্চলের বন্যপ্রাণীদের ভবিষ্যৎ।

Read more Photos on
click me!

Recommended Stories