Bihar Train Accident News: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রেল লাইন থেকে ছিটকে নদীতে পড়ল মালগাড়ি। দুর্ঘটনার জেরে কোনও হতাহতের খবর না মিললেও বিপর্যস্ত রেল পরিষেবা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Bihar Train Accident News: বিহারের জমুই জেলায় গভীর রাতে ভয়াবহ রেল দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে। শনিবার রাত ১১টা ২৫ মিনিট নাগাদ জসিডি ও ঝাঝা সেকশনের মাঝখানে সিমুলতলা এবং লহবন স্টেশনের কাছে একটি সিমেন্ট বোঝাই মালগাড়ির ১৯টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনার জেরে হাওড়া-পাটনা-দিল্লি মেইন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে।

কী কারণে দুর্ঘটনা? 

রেল সূত্রে খবর, মালগাড়িটি আসানসোল থেকে সীতামারহির দিকে যাচ্ছিল। সিমুলতলা স্টেশনের কাছে একটি পিলারের কাছে হঠাৎই বিকট শব্দে ট্রেনটির চাকা লাইন থেকে ছিটকে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, মালগাড়ির কয়েকটি বগি পাশের বডুয়া নদীর ওপর থেকে নিচে পড়ে যায়। এবং বগিগুলি একে অপরের ওপর উঠে যাওয়ায় রেললাইন ও ব্রিজের গার্ডার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার মাত্র কয়েক মিনিট আগেই ওই পথ দিয়ে ডাউন লাইনে ১৫০৫০ গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস পার হয়েছিল। মালগাড়িটির কয়েকটি বগি আপ লাইন থেকে ছিটকে ডাউন লাইনের ওপরেও পড়ে যায়। কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলে বড়সড় প্রাণহানির আশঙ্কা ছিল বলে মনে করছেন রেল বিশেষজ্ঞরা। এই ঘটনার ফলে ওই রুটে চলাচলকারী প্রায় ৩৪ জোড়া এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন মাঝপথেই বাতিল করা হয়েছে।

রুট পরিবর্তন করা হয়েছে যে সমস্ত ট্রেনের:- ২২২১৪ পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস। এটি ঝাঝা-গয়া-কিউল রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যারফলেবিপাকে যাত্রীরা। হাওড়া-নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়েই আসানসোল, মধুপুর এবং ঝাঝা থেকে রিলিফ ট্রেন (ART) ও ক্রেন নিয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। তবে রেললাইন ও ব্রিজের ব্যাপক ক্ষতি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে সোমবার পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।