যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৮০১৯/ ১৮৯২০ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। ১৬, ১৮, ১৯ ও ২১ সেপ্টেম্বর বর্ধমান- হাঁটিয়া- বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমে রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমা- হাঁটিয়া- গোমা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম- ধানবাদ- ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের।