৬০০ বছর আগেই পরমাণু যুদ্ধের কথা বলেছিলেন ভারতীয় ধর্মগুরু, দিয়েছিলেন তৃতীয় বিশ্ব যুদ্ধের ভবিষ্যদ্বাণী

Published : Jun 22, 2025, 11:29 AM IST

Swami Achyutananda prediction-৬০০ বছর আগের তৃতীয় বিশ্বযুদ্ধ ও পরমাণু যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় ধর্মগুরু স্বামী অচ্যুতানন্দ। তিনি ওড়িশার বাসিন্দা। 

PREV
110
পরমাণু যুদ্ধের ইঙ্গিত

চলতি বছর পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে। তেমনই ইঙ্গিত বহু দিন আগেই দিয়ে গেছেন ভারতীয় ধর্মগুরু।

210
৬০০ বছর আগের কথা

৬০০ বছর আগের এই ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় ধর্মগুরু স্বামী অচ্যুতানন্দ। তিনি ওড়িশার বাসিন্দা।

310
ভবিষ্যমালিকা গ্রন্থ

স্বামী অচ্যুতানন্দ তাঁর ভবিষ্যমালিকা গ্রন্থেই তিনি বলে গিয়েছিলেন ২০২৫-২৮ সালের মধ্যেই পরমাণু যুদ্ধ বেধে যাবে বিশ্বে।

410
তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত

স্বামী অচ্যুতানন্দের ভবিষ্যদ্বাণী অনুযায়ী বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্ব যুদ্ধও।

510
স্বামী অচ্যুতানন্দ

ওড়িশার সনাতন ধর্মগুরু স্বামী অচ্যুতানন্দ। তিনি সনাতন ধর্ম প্রচার করতে। তিনি তাঁর গ্রন্থে বলেছেন, ২০২৫-২০২৫ সালের মধ্যে পরমাণুযুদ্ধ বাধতে পারে।

610
কারণ

অচ্যুতানন্দ বলেছেগেছে, মীন রাশির সঙ্গে শনির অবস্থানগত সংঘাতের কারণেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বিশ্বজুড়ে। তাৎপর্যপূর্ণ হল ২০২৫ সালের মার্চ মাসে শনি তার রাশিগত অবস্থান পরিবর্তন করেছে। তারপর থেকেই যুদ্ধের আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে।

710
যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা

ইরান-ইজরায়েল যুদ্ধের মধ্যে শনিবার থেকে জড়িয়ে পড়েছে আমেরিকা। যা আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

810
পরমাণু অস্ত্রের প্রয়োগ

আমেরিকা, ইজরায়েল, ইরান- তিনটি দেশই পরমাণু শক্তিধর দেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছে, যে কোনওদিন পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে দুই রাষ্ট্র।

910
। জড়াতে পারে বাকি দেশ

৬০০ বছর আগে স্বামী অচ্যুতানন্দ আশঙ্কা প্রকাশ করেছেন সেই পরমাণু যুদ্ধে অন্যান্য অনেক দেশ জড়িয়ে পড়তে পারে।

1010
সনাতন ধর্ম

স্বামী অচ্যুতানন্দ তাঁর ভবিষ্যদ্বাণীতে বলেছেন, ২০৩২ সালের মধ্যে গোটা বিশ্বেই সনাতন ধর্মেরই রমরমা দেখা যাবে।

Read more Photos on
click me!

Recommended Stories