Narendra Modi: বন্ধু ট্রাম্পের আমন্ত্রণ রক্ষা করতে পারলেন না প্রধানমন্ত্রী, জগন্নাথ ভূম থেকে সত্যিটা জানালেন নমো

Published : Jun 21, 2025, 07:43 AM IST

Narendra Modi On Trump: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সখ্যতা কারও অজানা নয়। কিন্তু সম্প্রতি ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন নমো। কিন্তু কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

PREV
110
ট্রাম্পের অনুরোধ ফেরালেন মোদী

মোদী-ট্রাম্প সখ্যতা বিশ্বজুড়ে কারও অজানা নয়। কিন্তু সেই পরম বন্ধুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন  তিনি এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

210
মোদীকে আমন্ত্রণ ট্রাম্পের

সদ্য শেষ হওয়া জি৭ সম্মেলনে যোগ দিতে কানাডা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বৈঠকের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয় নমোর। 

310
মোদীকে আমেরিকা ঘুরে যাওয়ার অনুরোধ

জানা গিয়েছে, কানাডা সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ৩৫ মিনিট ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই ফোনালাপের সময়ই মার্কিন প্রেসিডেন্ট মোদীকে ওয়াশিংটন হয়ে ঘুরে যাওয়ার অনুরোধ করেন। 

410
কী বলেছিলেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীকে ফোনে জানিয়েছিলেন, কানাডা থেকে যাওয়ার পথে তিনি যেন ওয়াশিংটন হয়ে ঘুরে যান। একসঙ্গে বৈঠক ও খাওয়াদাওয়া করবেন। যদিও বন্ধু  ট্রাম্পের সেই অনুরোধ রাখা এবার আর সম্ভব হয়নি প্রধানমন্ত্রীর। 

510
কেন ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্য়ান?

শুক্রবার ওড়িশার জনসভা থেকে এই বিষয়ে বলতে গিয়ে  মোদী বলেন, ‘’দু’দিন আগে জি-৭ বৈঠক উপলক্ষে কানাডা গিয়েছিলাম আমি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ফোন করে আমায় বলেন, কানাডায় যখন এসেছেন তখন আমেরিকাও ঘুরে যান। আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া করব, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব।''   

610
ট্রাম্প প্রসঙ্গে কী বললেন নমো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, ‘’মার্কিন প্রেসিডেন্টকে আমি জানিয়ে দেয়, আমায় আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। কিন্তু দেশে ফিরেই আমাকে মহাপ্রভুর দেশে যেতে হবে। মহাপ্রভুর প্রতি ভক্তি ও ভালবাসা আমাকে আপনাদের কাছে এনেছে।'' ওড়িশা ভূম থেকে এই কথা জানান নমো। 

710
বাবাসাহেবের অপমান নিয়ে সরব মোদী

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বাবাসাহেব আম্বেদকরকে অপমান করার অভিযোগ তুলে তিনি বিহারের বিরোধী দলকে দলিতদের প্রতি অসম্মান করার অভিযোগ করেছেন। তিনি বলেন যে "বাবাসাহেবকে অপমান করার জন্য ক্ষমা চাওয়ার দাবি থাকা সত্ত্বেও, বিরোধী দল কখনও ক্ষমা চাইবে না। কারণ, তারা দলিত এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর প্রতি শ্রদ্ধা দেখায় না।'' 

810
বিরোধীদের তোপ

বিহারের বিরোধী দলগুলির বিরুদ্ধে তাঁর আক্রমণ তীব্রতর করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে আরজেডি এবং কংগ্রেস বাবাসাহেবের ছবি তাদের পায়ে রাখে, তিনি ভারতীয় সংবিধানের রূপকারকে তাঁর হৃদয়ে রাখেন। "সম্প্রতি সমগ্র দেশ দেখেছে আরজেডি বাবাসাহেবের ছবির সঙ্গে কী করেছে। বাবাসাহেবকে অপমান করার জন্য ক্ষমা চাওয়ার দাবিতে বিহারে পোস্টার রয়েছে। তবে আমি জানি যে এই লোকেরা কখনও ক্ষমা চাইবে না কারণ তাদের দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণীর প্রতি কোন শ্রদ্ধা নেই।'' 

910
প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ

প্রধানমন্ত্রী মোদী আরও আরজেডি এবং কংগ্রেসের বিরুদ্ধে বংশবাদের অভিযোগে তুলেছেন এবং বিরোধীদের অন্য সবার উপরে তাদের পরিবার এবং তাদের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য সমালোচনা করেছেন। "সবারই অগ্রগতির সুযোগ পাওয়া উচিত, এবং কারও সঙ্গেই বৈষম্য করা উচিত নয়। এটাই আমাদের সংবিধানের মূলকথা।'' বলে জানিয়েছেনতিনি। 

1010
মোদীর নিশানায় পরিবারতন্ত্র

আমরা বলি 'সবকা সাথ সবকা বিকাশ'। কিন্তু 'লণ্ঠন' এবং 'পাঞ্জা'র লোকেরা বলে, 'পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ'। এটাই তাদের রাজনীতির সারমর্ম। তারা তাদের পরিবারের স্বার্থে বিহারের কোটি কোটি পরিবারের ক্ষতি করতেও দ্বিধা করে না। বাবাসাহেব আম্বেদকর এই ধরনের রাজনীতির বিরোধী ছিলেন।'' 

Read more Photos on
click me!

Recommended Stories